ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএসইর নির্বাচন আজ

দুই প্রার্থীই আশাবাদী

প্রকাশিত: ০৩:৫৫, ১৫ মার্চ ২০১৬

দুই প্রার্থীই আশাবাদী

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক বা শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ‘ডিএসই শেয়ারহোল্ডার ডাইরেক্টরস ইলেক্টশন রেগুলেশনস- ২০১৪’ অনুযায়ী এই নির্বাচন পরিচালিত হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে উভয় প্রার্থীই জয়ের বিষয়ে আশাবাদী। ডিএসই সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডিএসইর সাবেক সভাপতি ও মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান এবং বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন। প্রসঙ্গত, গত বছরে এই পদে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। কিন্তু এবার আর তা হয়নি। যার কারণে এবারে শেষ মুহূর্তেও প্রচারণায় জমে উঠেছে নির্বাচন। নির্বাচনে জয়লাভ করলে পুঁজিবাজারের গতিশীলতা নিয়ে কাজ করার বিষয়ে আশ্বাস দিয়েছেন দুজনই। সবার স্বার্থরক্ষায় নিজেদের নিয়োজিত রাখবেন বলেও জানান তারা। রকিবুর রহমান বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচিত হলে সবার সমন্বয়ের মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও গতিশীল পুঁজিবাজার সৃষ্টিতে কাজ করব। অপর প্রার্থী মিনহাজ মান্নান ইমনও জানালেন তার প্রত্যাশার কথা। পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা তৈরিতে কাজ করার আশা ব্যক্ত করে তিনি বলেন, স্ট্রেকহোল্ডারদের স্বার্থে যেসব পদক্ষেপ গ্রহণ করা উচিত; সমন্বিত উদ্যোগের মাধ্যমে তা করার চেষ্টা করব। পুঁজিবাজার নিয়ে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের মাঝে আস্থার সঙ্কট নিরসনেও কাজ করার ইচ্ছে আছে। উল্লেখ্য, ডিমিউচুয়ালাইজেশনের শর্ত অনুসারে, প্রথম বছর ডিএসইর চার জন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হবেন। এক বছর পর তাদের মধ্য থেকে একজন বিদায় নেবেন; তার বিপরীতে নতুন একজন পরিচালক নির্বাচিত হয়ে পর্ষদে যুক্ত হবেন। পরের বছর অপর তিনজন থেকে একজন পরিচালক অবসরে যাবেন। তার বিপরীতে নির্বাচনের মাধ্যমে আরও একজন নতুন পরিচালক যুক্ত হবেন। তৃতীয় পর্যায়ে দুই জন করে পরিচালক অবসরে যাবেন এবং নতুন দুইজনকে নির্বাচিত করা হবে। আইন পরিবর্তন না হলে এই নিয়মেই প্রতিবছর দুইজন অবসরে যাবেন এবং দুইজনকে নতুন করে নির্বাচিত করা হবে। এর আগে এই নির্বাচন উপলক্ষে ৩ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদ। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন- হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুন-উর-রশিদ এবং এম এ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক এম. মনজুর উদ্দিন আহমেদ।
×