ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঁচ অঙ্গরাজ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রাইমারী আজ

কাদা ছোড়াছুড়ি ও বিতর্কের মুখে দ্বিতীয় সুপার টুয়েসডে

প্রকাশিত: ০৩:৫৩, ১৫ মার্চ ২০১৬

কাদা ছোড়াছুড়ি ও বিতর্কের মুখে দ্বিতীয় সুপার টুয়েসডে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে সহিংসতার পর বিষাক্ত পরিবেশে নতুন গুরুত্বপূর্ণ বাছাই পর্বের আগে সোমবার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন হোয়াইট হাউস প্রত্যাশীরা। মার্কিন গণমাধ্যমের ‘সুপার টুয়েসডে ২’ নামে অভিহিত এই পর্বে ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়েস, মিসৌরি ও নর্থ ক্যারোলাইনাতে মঙ্গলবার রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের প্রাইমারীর ভোট অনুষ্ঠিত হবে। খবর এএফপির। নিউইয়র্কের ধনকুবের ট্রাম্প ‘সুপার টুয়েসডে ২’তে তার দুর্ভেদ্য বিজয় নিশ্চিত করতে চাইছে। কিন্তু তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ও ওহাইওর গবর্নর জন ক্যাসিক ট্রাম্পের পথে বাধা হয়ে দাঁড়াতে আরও দৃঢ়প্রতিজ্ঞ। ডেলিগেট সমৃদ্ধ অঙ্গরাজ্যগুলো গত কয়েকদিনে তিনি চষে বেড়িয়েছেন। তবে শুক্রবার শিকাগোতে তার নির্বাচনী সমাবেশে সংঘর্ষের ঘটনা নিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। অবশ্য অনেকে এ ঘটনাকে নির্বাচনী প্রচারে তার তর্জন-গর্জনের স্বাভাবিক পরিণতি হিসেবেই দেখছেন। রিপাবলিকান দলের এই অগ্রগামী প্রার্থী তার প্রচারে অভিবাসী, মুসলিম, হিস্প্যানিক ও অন্যান্য সংখ্যালঘু, সাংবাদিকদের আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প দেশ ও জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। তবে শত সমালোচনার পরও প্রাইমারীগুলোতে ট্রাম্পের সাফল্য অসাধারণ। এখন পর্যন্ত হওয়া ২৪টি অঙ্গরাজ্যে প্রাইমারী ও ককাস ভোট হয়েছে, যেখানে ১৫টিতেই জিতেছেন নিউইয়র্কের আবাসন ব্যবসায়ী ট্রাম্প। এদিকে ৬৯ বছর বয়সী ট্রাম্প তার বিদ্বেষপূর্ণ বক্তব্যের কারণেই সহিংস পরিবেশের সৃষ্টি হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা তিনি প্রত্যাখ্যান করেছেন এবং শিকাগোর ঘটনার জন্য ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডারসকে দায়ী করেছেন। স্যান্ডারসের সমাবেশে তার সমর্থক পাঠিয়ে এমন ঘটনা ঘটানোরও হুমকি দিয়েছেন তিনি।
×