ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আঙ্কারায় বোমা হামলার নিন্দায় বিশ্ব নেতৃবৃন্দ

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এরদোগানের

প্রকাশিত: ০৩:৫২, ১৫ মার্চ ২০১৬

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এরদোগানের

তুরস্কের রাজধানী আঙ্কারায় রবিবার গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের জবাবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। দেশটিতে গত ১৮ মাসে এ ধরনের কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। খবর গার্ডিয়ান ও এএফপির। তুর্কি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ওই বিস্ফোরণ ঘটানো হয়। যার শব্দ পাওয়া যায় কয়েক কিলোমিটার দূর থেকেও। তুরস্কের প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে গত এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার একই ধরনের হামলা চালানো হলো। এদিকে বোমা বিস্ফোরণে বেসামরিক লোক হতাহতের ঘটনায় বিশ্বনেতৃবৃন্দ নিন্দা প্রকাশ করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয় ওঁলাদ এক বিবৃতিতে তুর্কি বেসামরিক লোকের ওপর বোমা হামলায় সংহতি জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করে যাবার অঙ্গীকার করেন। জর্জিয়ার প্রধানমন্ত্রী জিওরজি কেভিরিকাশভিল বলেন, তুর্কি জনগণের প্রতি আমি আমার দুঃখ ভাগ করে নিচ্ছি। আমি আরও জানাচ্ছি যে তুর্কি জনগণের পক্ষে জর্জিয়ানরা রয়েছে। কসোভোর নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হাশিম থাচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার নিন্দা জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো ও প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিয়ুক টুইটারে হামলার নিন্দা জানান। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলীভ এক বিবৃতিতে নিহতদের প্রতি সমবেদনা জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন হামলার নিন্দা জানিয়ে হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের নেতৃবৃন্দও হামলার নিন্দা জানিয়েছে। তুরস্কের কিজিয়ালিতে গুভেন পার্কের কাছের এলাকাটি আঙ্কারার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগের কেন্দ্রস্থল। বিস্ফোরণের পর ঘটনাস্থলে বেশ কয়েকটি যানবাহনকে জ্বলতে দেখা যায়; এর মধ্যে একটি বাসও ছিল। গত মাসে সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে পরিচালিত একই ধরনের হামলায় ২৮ জন নিহত হন। কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এটি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গীদের বা তাদের কোনো সহযোগীর কাজ হয়ে থাকতে পারে। এরদোগান বলেছেন, জঙ্গীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে পারছেন না বলেই এখন বেসামরিক জনগণকে নিশানা করছে।
×