ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস হকির ফাইনাল আজ

প্রকাশিত: ০৪:৫৩, ১৪ মার্চ ২০১৬

স্বাধীনতা দিবস হকির ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অব্ধন্স স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতার ফাইনাল আজ। দুপুরে বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী শিরোপার জন্য লড়াই করবে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রবিবার স্বাধীনতা কাপ হকির ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে শূট আউটে ৫-৩ গোলে পরাজিত করে প্রথমবার ফাইনালে ওঠে বাংলাদেশ বিমানবাহিনী। নির্ধারিত সময় খেলাটি ৩-৩ গোলে ড্র ছিল। বিমানবাহিনীর পক্ষে খোরশেদুর রহমান দুটি ও পুস্কর ক্ষিসা মিমো একটি গোল করেন। আর সেমিতে বাংলাদেশ নৌবাহিনী ৬-৩ গোলে বিকেএসপিকে পরাজিত করে। নৌবাহিনীর পক্ষে দুটি করে গোল করেন কৃষ্ণকুমার দাস ও মাইনুল ইসলাম। মামুনুর রহমান চয়ন ও সারোয়ার হোসেন করেন একটি করে গোল। বিকেএসপির পক্ষে গোল করেন আশরাফুল ইসলাম ও মোঃ তানজিম আহমেদ।
×