ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডোপ কেলেঙ্কারি, নাদালের পক্ষে জিদানের সাফাই

প্রকাশিত: ০৪:৫২, ১৪ মার্চ ২০১৬

ডোপ কেলেঙ্কারি, নাদালের পক্ষে জিদানের সাফাই

স্পোর্টস রিপোর্টার ॥ আড়ালে চলে গেছেন মারিয়া শারাপোভা। কিছুদিন আগে সংবাদ সম্মেলনে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার স্বীকারোক্তি দিয়ে বিশ্বে হৈচৈ ফেলে দেন স্বর্ণকেশী সুন্দরী এ টেনিস তারকা। তবে সেই আলোচনাটা বেশিদিন যায়নি, এর আগেই টেনিস বিশ্বের নজর ঘুরে গেছে বিশ্বের সাবেক এক নম্বর স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের দিকে। শারাপোভা ড্রাগ নিয়েছেন জানার পর ক্ষুব্ধ হয়ে তিনি রাশিয়ান এ তারকার উপযুক্ত শাস্তি দাবি করেছিলেন। কিন্তু এরপর নাদালের দিকেই অভিযোগের আঙ্গুল তোলেন ফ্রান্সের সাবেক ক্রীড়ামন্ত্রী রোজেলিন ব্যাশেলো। নাদালই নাকি ২০১২ সালে ডোপ পজিটিভ ছিলেন এবং সেটা গোপন করেছেন। এমন অভিযোগ ওঠার পর দারুণ ক্ষুব্ধ হয়ে এ স্প্যানিয়ার্ড এসবকে ভিত্তিহীন ও হাস্যকর দাবি করেছেন। নাদালের পক্ষ নিয়েছেন অনেকেই। এবার ফরাসী কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানও তার সমর্থন করলেন। মাঝে দীর্ঘদিন ইনজুরির কারণে কোর্টের বাইরে ছিলেন নাদাল। হাঁটুর সমস্যায় ভুগেছেন অনেক দিন ধরে। কিন্তু এই ইনজুরি আসলে মিথ্যা নাটক। ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন নাদাল এবং সেটা গোপন রাখার জন্যই মিথ্যা ইনজুরি সাজিয়েছিলেন তিনি। এমন অভিযোগই করেন রোজেলিন। তার এমন অভিযোগের পর ১৪ বার গ্র্যান্ডসøামজয়ী নাদাল দারুণ ক্ষিপ্ত হয়েছেন। তিনি বলেন, ‘আমি? যে কেউ আইটিএফের কাছে জানতে পারে, প্রশ্ন করতে পারে ডব্লিউএডিএ’র কাছে। আপনারা সবাইকে জিজ্ঞেস করেন।’ নাদাল কখনও এটিপি ট্যুর প্রোগ্রামে ড্রাগ টেস্টে পজিটিভ হননি। কখনও নিষিদ্ধ কোন পদার্থ নেয়া থেকে বিরত থেকেছেন। এ বিষয়ে তাই তীব্র প্রতিবাদ জানিয়ে নাদাল বলেন, ‘আমি কখনও করিনি এবং কখনও করব না। আমি আর এ বিষয়েই কখনও কথা বলতে চাই না।’ রোজেলিন ২০০৭-২০১০ পর্যন্ত ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী ছিলেন। ২০১২ সালে নাদাল ৬ মাস হাঁটুর ইনজুরির কারণে কোর্টের বাইরে ছিলেন। সে সময়ই তিনি ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি ধামাচাপা দিতে নাটক করেছিলেন। নাদাল এমন অভিযোগের পর ‘সুবিচার’ চেয়েছেন এবং তিনি চান আজেবাজে মানুষ যেন তার দিকে অভিযোগের আঙ্গুল তাক না করে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে সফল হওয়ার জন্য শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। এখন যে সাফল্য আমার সেটা এরই ফল। এখন সুবিচার করার সময় এসেছে। আমি এটা নিয়ে খুব হাঁপিয়ে উঠেছি এবং আমি চাই আমার নামটা শুদ্ধ থাকুক। ভক্ত-সমর্থকরা আমাকে সমর্থন দিয়ে এতদূর এনেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।’ নাদালের পক্ষে দাঁড়িয়েছেন স্পেনের ক্রীড়া কাউন্সিলের সভাপতি মিগুয়েল কারডেনাল। তিনি নাদালের বিরুদ্ধে অভিযোগকে সম্মানহানির প্রয়াস হিসেবে দেখছেন। এবার একজন ফরাসীকেও পাশে পেলেন নাদাল। সাবেক ফরাসী এ্যাটাকিং মিডফিল্ডার জিদানও নাদালের হয়ে কথা বললেন। বর্তমানে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের এ কোচ বলেন, ‘নাদালের জন্য আমার খারাপ লাগছে কারণ তিনি একজন ভদ্রলোক। তিনি পেশাদার এবং খুব কমই চিনি। কিন্তু তার বিরুদ্ধে যা বলা হয়েছে সেটার জন্যই আমার খারাপ লাগছে। তিনি কতটা মূল্যবান মানুষ সেটা তার কর্মই বলে দেয় এবং সেটা মানুষও ভালবাসে। আমার মনে হয় তার এ বিষয়টা বিপরীতপক্ষের ওপরই ছেড়ে দেয়া উচিত। কারণ যারা খেলা ভালবাসে, তারা অবশ্যই নাদালকে ভালবাসে- সে হতে পারে একজন ফরাসী কিংবা আমেরিকানও! কারণ তিনি ক্রীড়াজগতের মৌলিক তাৎপর্য রক্ষার একজন প্রতিনিধি।’
×