ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাসকিনের পরীক্ষা আজ চেন্নাইয়ে, তাসকিনের পরিবর্তে রাব্বি, শহীদ অথবা শফিউল, সানির পরিবর্তে সাকলায়েন অথবা সানজামুলকে বিকল্প হিসেবে রাখা হয়েছে

তাসকিন, সানির বিকল্প চূড়ান্ত বিসিবির

প্রকাশিত: ০৪:৫১, ১৪ মার্চ ২০১৬

তাসকিন, সানির বিকল্প চূড়ান্ত বিসিবির

মিথুন আশরাফ, ধর্মশালা থেকে ॥ বোলিং এ্যাকশন নিয়ে বিপাকে পড়ে গেছে পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। যদি কোন কারণে এ দুইজন পরীক্ষা দিয়ে ব্যর্থ হন, তাহলে বিকল্প ক্রিকেটার লাগবে। সেই বিকল্প ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম শোনা যাচ্ছে পাঁচটি। যদি তাসকিন পরীক্ষা দিয়ে নিজেকে শুদ্ধ প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে পেসার কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ ও শফিউল ইসলামের মধ্যে যে কোন একজন তাসকিনের স্থানে দলে যুক্ত হবেন। আর যদি সানি ব্যর্থ হন তাহলে সাকলায়েন সজিব অথবা সানজামুল ইসলামের মধ্যে যে কোন একজন দলে যুক্ত হবেন। এ নিয়ে রবিবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীর সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিকল্প তো ভেবে রাখতেই হবে। তবে এ বিষয়টি আসলে নির্বাচকদের বিষয়। সময় হলেই তা জানা যাবে। যতদূর জানি, চারজনকে বিকল্প হিসেবে রাখা হয়েছে।’ নাম বলতে চাইলেন না সুজন। তবে বিসিবির আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সেই নামগুলো রাব্বি, শহীদ অথবা শফিউল। আর স্পিনারদের মধ্যে সাকলায়েন অথবা সানজামুল। তবে তাসকিনের বোলিং এ্যাকশনে সত্যিই সমস্যা ধরা পড়লে বিকল্প হিসেবে রাব্বিরই দলে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই জানা গেছে। এরইমধ্যে স্ট্যান্ডবাই পেসার হিসেবে রাব্বির ভারতের ভিসাও হয়ে গেছে। এখন বাকিদেরও করার পরিকল্পনা হচ্ছে। যে কোন সময় লেগে যেতে পারে যে। আর সানির পরিবর্তে সাকলায়েনের নামই বেশি শোনা যাচ্ছে। তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং এ্যাকশন নিয়ে গত বুধবার হল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরই সমস্যার কথা জানান দুই আম্পায়ার। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছে রিপোর্টও জমা দেন। তাদের দুইজনকে নিয়ে তখন থেকেই সবার ভেতর ভাবনা তৈরি হয়ে যায়। তবে বাংলাদেশ পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের বিশ্বাস আছে, তাসকিন ও সানি দুইজনই সঠিক প্রমাণ হবেন। এরই মধ্যে সানি চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে রবিবার সকালে দলের সঙ্গে যোগও দিয়ে ফেলেছেন। সাতদিনের মধ্যে সানির বোলিং এ্যাকশনের কী অবস্থা তার রেজাল্ট জানাবে আইসিসি। ওমানের বিপক্ষে ম্যাচের আগে শনিবার সকালেই চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন সানি। চেন্নাইয়ে আইসিসি স্বীকৃত পরীক্ষাগারে বোলিং পরীক্ষা দিয়েছেনও। ওমানের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগও দিয়েছেন। তবে খেলেননি সানি। আর তাসকিন আজই চেন্নাইয়ের পরীক্ষাগারে পরীক্ষা দিতে যাবেন। তিনি মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন। তাসকিনকে নিয়ে পুরোই নির্ভার বাংলাদেশ দলের পেস বোলিং কোচ, তাসকিন হতাশ হবে, এটাই স্বাভাবিক। তবে শতভাগ বিশ্বাস আছে, সে সঠিক প্রমাণই হবে। আমি ফুটেজ দেখেছি, এখন পর্যন্ত তাসকিনের বোলিং এ্যাকশনে কোন পরিবর্তন দেখা যায়নি। কোচিং স্টাফ ও অনেকেই দেখেছে, তাসকিনের বোলিং এ্যাকশন ঠিক আছে। আমি বিশ্বাস করি, তাকে সমর্থনও করি। আমি সত্যিই বিশ্বাস করি তার বোলিং এ্যাকশন ঠিক আছে। বিশ্বকাপে পরের ম্যাচগুলোতেও তাসকিন দলের সঙ্গেই থাকবে।’ ম্যাচের চেয়েও আসলে বড় হয়ে উঠেছে তাসকিন ও সানির বিষয়টি। সবার মুখেই শুধু এ দুজনের নাম। মাশরাফিও যে তাসকিনের পাশে আছেন, তা আগেই জানিয়ে দিয়েছেন। সঙ্গে এও বলেছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাসকিন ও সানির জন্যই খেলতে নেমেছিলেন তারা। মাশরাফি বলেছেন, ‘আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলতে নেমেছিলাম তাদের দুজনের জন্য। আমরা আমাদের থেকে যেটা করতে পারি তাদের ফুল ব্যাকআপ করছি। আমরা আগেও বলেছি আমরা দুজনের জন্য ম্যাচ খেলতে নামছি। পুরোপুরি সাপোর্ট তাদের সঙ্গে আছে। আমার আত্মবিশ্বাস আছে তাদের প্রতি। ইনশাআল্লাহ ওরা ফিরে এসে যে সার্ভিস দিয়েছিল সে সার্ভিস সেভাবেই দেবে। আইরিশদের বিপক্ষে সানি স্কোয়াডে ছিল না। এটা এমন না যে ওকে বাইরে রাখা হয়েছে। ওকে কম্বিনেশনের জন্য বাইরে রাখা হয়েছে। তাসকিন আরও এ্যাফোর্ট দেয়ার জন্য রেডি ছিল।’ ওমানের বিপক্ষে ম্যাচেও তাসকিন খেলেছেন। এখন দুইজনেরই পরীক্ষা শেষে রেজাল্ট আসার অপেক্ষায় থাকতে হচ্ছে। যদি কোন কারণে রেজাল্ট হয় নেতিবাচক, তাহলে তাসকিন ও সানির বিকল্প হিসেবে যাদের ভাবা হয়েছে, তাদের থেকে একজন করে নেয়া হবে।
×