ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইভানোভিচ-আজারেঙ্কার জয়

প্রকাশিত: ০৪:৫০, ১৪ মার্চ ২০১৬

ইভানোভিচ-আজারেঙ্কার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, আনা ইভানোভিচ, বেলিন্ডা বেনচিচ, রবার্টা ভিঞ্চি এবং সামান্থা স্টোসারের মতো তারকারা। তবে দ্বিতীয় পর্ব থেকেই ছিটকে পড়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই এ্যাঞ্জেলিক কারবার, ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াস্কি এবং স্পেনের গারবিন মুগুরুজা। ইন্ডিয়ান ওয়েলসে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সেরা তারকারাই অংশগ্রহণ করেন। এবার সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস যোগ দেয়ায় ভক্ত-অনুরাগীদের আগ্রহ আরও বেড়েছে। যদিওবা ডোপ কেলেঙ্কারির কারণে এবার খেলছেন না রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে সার্বিয়ার আনা ইভানোভিচ ২-৬, ৬-২ এবং ৭-৬ (৭/৫) গেমে পরাজিত করেন ইতালির ক্যামিলা জিওর্জিকে। বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-৩ এবং ৬-২ গেমে হারান কাজাখস্তানের জেরিনা ডায়াসকে। সপ্তম বাছাই সুইজাল্যান্ডের বেলিন্ডা বেনচিচ ৬-৩, ৩-৬ এবং ৬-৩ গেমে পরাজিত করেন আমেরিকান খেলোয়াড় মেডিসন ব্রেঞ্জলকে। ইতালির রবার্টা ভিঞ্চি ৬-৩, ৬-৭ (৭/৯) এবং ৭-৬ (৭/৫) হারান রাশিয়ান খেলোয়াড় মার্গারিটা গাসপারায়ানকে। অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার ২-৬, ৬-৪ এবং ৭-৬ (৮-৬) জয় পান বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়েরকে। কানাডার তরুণ প্রতিভাবান টেনিস তারকা ইউজেনি বাউচার্ড ইন্ডিয়ান ওয়েলসে যেন মেলে ধরার ইঙ্গিত দিয়েছেন। শনিবার দ্বিতীয় পর্বের ম্যাচে তিনি ৭-৫ এবং ৭-৫ গেমে পরাজিত করেন আমেরিকার শক্তিশালী সেøায়ানে স্টিফেন্সকে। আর ইউক্রেনের এলিনা সিতলিনা ৪-৬, ৭-৬ (৭/০) এবং ৬-১ গেমে জয় তুলে নেন জার্মানির এ্যানিকা বেককে। চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে নিজের জাত চেনান এ্যাঞ্জেলিক কারবার। ফাইনালে আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান তিনি। কিন্তু বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বারে থাকা এই প্রতিভাবান খেলোয়াড় ইন্ডিয়ান ওয়েলসে খুব বেশিদূর এগোতে পারেননি। চেক প্রজাতন্ত্রের অখ্যাত খেলোয়াড় দেনিসা আলের্তোভার কাছে হেরে নিজের প্রথম ম্যাচ থেকেই ছিটকে পড়েন তিনি। দেনিসা আলেতোর্ভা এদিন ৭-৫ এবং ৭-৫ ব্যবধানে সরাসরি সেটে পরাজিত করেন দ্বিতীয় বাছাই এ্যাঞ্জেলিক কারবারকে। স্প্যানিশ টেনিস তারকা গার্বিন মুগুরুজাকে হারান আমেরিকার ক্রিস্টিনা ম্যাকহেল। অবাছাই ম্যাকহেল ৭-৫ এবং ৬-১ সেটে পরাজিত করেন চতুর্থ বাছাই মুগুরুজাকে। আর চীনের আরেক অখ্যাত খেলোয়াড় জ্যাং শুয়াই ৪-৬, ৭-৬ এবং ৭-৫ গেমে পরাজিত করে টুর্নামেন্ট থেকেই ছিটকে দেন ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াস্কিকে। ইন্ডিয়ান ওয়েলস ওপেনের প্রথম রাউন্ডে সহজ জয় তুলে নিয়েছেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি। প্রথম রাউন্ডের ম্যাচে এই ইন্দো-সুইস জুটি মাত্র ৬৮ মিনিটের লড়াইয়ে অস্ট্রেলিয়ান জুটি ক্যাসে দেল্লাকুয়া-সামান্থা স্টোসার জুটিকে ৬-৩, ৭-৫ গেমের সরাসরি সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন। বিশ্বের শীর্ষ ডাবলস জুটি সানিয়া ও মার্টিনা প্রতিপক্ষের ছয় ব্রেক পয়েন্টের মধ্যে চারটিতেই পয়েন্ট বাঁচিয়েছেন। ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় পর্বে পুরুষ এককে জয়ের দেখা পেয়েছেন এ্যান্ডি মারে, স্টানিসøাস ওয়ারিঙ্কা এবং টমাস বার্দিচ। ব্রিটিশ তারকা মারে এদিন ৬-৪, ৭-৬ সেটে হারান স্পেনের মার্সেল গ্র্যানোলার্সকে, সুইজারল্যান্ডের দ্বিতীয় বাছাই স্টানিসøাস ওয়ারিঙ্কা ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন ইউক্রেনের ইলিয়া মারচেঙ্কোকে।
×