ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আল্পসে তুষার ধসে ইতালীয় কিশোরসহ ছয় জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৬, ১৪ মার্চ ২০১৬

আল্পসে তুষার ধসে ইতালীয় কিশোরসহ ছয় জনের মৃত্যু

আল্পস পর্বতে আরোহণের সময় শনিবার তুষার ধসে ৬ পর্বতারোহী মারা গেছে। এদের মধ্যে এক কিশোরও রয়েছে। উদ্ধারকারীরা একথা জানিয়েছে। খবর এএফপির। ইতালির অস্ট্রিয়া সীমান্তবর্তী মন্টি নেভোসো এলাকার কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে ৫ জন ইতালির নাগরিক। এদের মধ্যে ১৬ বছর বয়সী এক শিশু রয়েছে। এছাড়াও এতে এক অস্ট্রিয় নারী রয়েছে। এই ছয় পর্বতারোহী ১৫ জনের একটি দলের সঙ্গে ছিল। দুর্ঘটনাটি যখন ঘটে তখন দলটি মন্টে নেভোসো পর্বতের চূড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তারা তখন ৩ হাজার ৩০০ মিটারের বেশি উঁচুতে ছিল। তবে দলটির অন্যরা অক্ষত রয়ে গেছে। যদিও প্রাথমিকভাবে বলা হয়েছিল এদের মধ্যে কয়েকজন আহত হয়েছে। পাহাড়টি স্কেনিবিগার নক বলেও পরিচিত। এর উচ্চতা ৩ হাজার ৩৫৮ মিটার।
×