ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্স সফরে আল গোর

প্রকাশিত: ০৪:৪৫, ১৪ মার্চ ২০১৬

ফিলিপিন্স সফরে  আল গোর

পরিবেশ কর্মী ও সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর শনিবার ফিলিপিন্সের অনগ্রসর নগরীতে আকস্মিক সফর করেছেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই নেতা ২০১৩ সালে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে তাকলোবানে যারা মারা গেছেন তাদের একটি গণকবরে মোমবাতি প্রজ্বলন করেন। প্রলয়ঙ্করী ওই টাইফুনটিতে কয়েক হাজার লোক প্রাণ হারায়। টুইটারে ক্লাইমেট রিয়েলিটির পোস্ট করা একটি ছবিতে তাকে ওই গণকবরে মোমবাতি প্রজ্বলন করতে দেখা যায়। খবর এএফপির। মার্কিন এই বেসামরিক সংগঠনটি আগামী সপ্তাহে ম্যানিলায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ার ওপর একটি সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। ৫১ বছর বয়সী দিমিত্রিয়া রায়া বলেন, আমরা আশা করছি তার এই সফরটি ইয়োলান্দা আঘাত হানার পর কি হয়েছিল তা মনে করিয়ে দেবে। তিনি ওই টাইফুনের আঘাত থেকে প্রাণে রক্ষা পেয়েছেন। স্থানীয়রা হাইয়ানকে ইয়োলান্দা বলে জানে। তিন সন্তানের এই জননী আরও বলেন, তিনি শনিবার সমুদ্র তীরবর্তী একটি গ্রামে গোরের সঙ্গে দেখা করেছেন। গ্রামটি তাকলোবান বিমানবন্দরের কাছে অবস্থিত। এক সময় এই গ্রামে তার বাড়ি ছিল। ঝড়ে তার বাড়িটি ধ্বংস হয়ে গেছে। হাইয়ান আঘাত হানার পর দুটি বছর পেরিয়ে গেলেও তাকলোবান ও এর আশপাশের এলাকাগুলোর মানুষ এখনও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। এদের অনেকে পানি ও বিদ্যুত ছাড়াই বাস করছে।
×