ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রামপুরায় গুলিতে দোকান ম্যানেজার খুন, তিন লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৪:৪০, ১৪ মার্চ ২০১৬

রামপুরায় গুলিতে দোকান ম্যানেজার খুন, তিন লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় ফিল্মি স্টাইলে ছিনতাইকারীরা একটি ব্যবসা প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে গুলি চালিয়ে হত্যা করে নগদ প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এদিকে কাফরুল ও ভাটারায় দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে দুই ব্যাংক কর্মকর্তাসহ চার ব্যক্তি সর্বস্ব খুইয়েছেন। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, বিকেল পৌনে তিনটার দিকে রামপুরার হাজীপাড়া এলাকায় ছিনতাইকারীরা ইসমাইল হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে নগদ দুই লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। নিহত ইসমাইলের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়। তিনি রামপুরার বিটিভি সেন্টারের পাশে ‘বাংলাদেশ সেনিটারি’ নামে ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন মগবাজারের মধুবাগে। পুলিশ জানায়, রবিবার বিকেলে হাজীপাড়া এলাকার নতুন রাস্তার চশমা দোকানের সামনে ছিনতাইকারীরা তাকে গুলি করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়। দোকান মালিক মিন্টু জানান, হাজীপাড়ার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করে রামপুরা এলাকায় ডাচ-বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন ইসমাইল। নতুন রাস্তা এলাকায় চশমার দোকানের সামনে এলে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে টাকা ছিনতাই করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খিলগাঁওয়ের খিদমাহ্ হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জুলহাস উদ্দিন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। দুই নারীর আত্মহত্যা ॥ রাজধানীর কাফরুল ও ভাটারায় দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। রবিবার সকালে পুলিশ দক্ষিণ কাফরুলের ৪১৫ নম্বর বাসা থেকে সিমি আক্তার (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন আগে সিমি আক্তারের স্বামী আব্দুল গফুরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে সিমি আক্তার দুই ছেলেকে নিয়ে দক্ষিণ কাফরুলের ওই বাসায় ভাড়া থাকতেন। কয়েক বছর আগে সিমি গ্রীসে যান। প্রবাসে থাকাবস্থায় সিমির দুই ছেলে তার স্বজনদের কাছে থাকত। এসআই রকিবুল জানান, মানসিক সমস্যা থাকায় তাকে গ্রীস থেকে দেশে পাঠিয়ে দেয়া হয়। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণেই শনিবার রাতের যে কোন সময় সিমি ছাদের পাশে রডের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শনিবার রাত সাড়ে বারোটার দিকে ভাটারা থানার নূরেরচালা সমতা সড়কের ১১৩৯ নম্বর বাসা থেকে অনুফা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে ঢামেক মর্গে পাঠায়। নিহতের বাবার নাম মীর আব্বাস আলী। বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। তিনি তার স্বামী মহিউদ্দিনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শনিবার রাত এগারোটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ভাত খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অনুফা পাশের ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অজ্ঞানপার্টির খপ্পরে চার ॥ রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে দুই ব্যাংক কর্মকর্তাসহ চার ব্যক্তি সর্বস্ব খুইয়েছেন। পুলিশ পৃথক স্থান থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুর আড়াইটায় বাসের ভেতরে একরাম হোসেন (৩৫) ও মাসুদ রানা (৩৬) নামে আইএফআইসি ব্যাংকের দুই কর্মকর্তা অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে। পরে বাসের হেলপার তাদের অচেতন অবস্থায় কাকরাইল মোড়ে নামিয়ে দেয়। সেখান থেকে তাদের সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আইএফআইসি ব্যাংকের অপর এক কর্মকর্তা দীপংকর দাস জানান, রামপুরার বনশ্রী থেকে তারা মতিঝিলের অফিসে আসার জন্য রওনা হন। পথে তারা দু’জনই ডাব খান। এর পরেই বাসের ভেতরে অচেতন হয়ে পড়েন। পরে বাসটি কাকরাইল পৌঁছলে বাসের সুপারভাইজার ভাড়া চাইতে এলে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। তাদের কাছে থাকা মোবাইল থেকে তাকে (দীপংকরকে) ফোন করা হয়। পরে তিনি নিজে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে এর ১৫ মিনিট আগে দুপুর সোয়া দুইটার দিকে পুলিশ সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে খোকন মিয়া (৪৫) ও রুবেল হোসেন (৩৭) নামে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেমায়েত হোসেন জানান, বাস টার্মিনাল এলাকায় ওই দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ জুলহাস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের চেতনা ফিরলে আসল ঘটনা জানা যাবে।
×