ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিটিভিতে আজ ‘ইত্যাদি’

প্রকাশিত: ০৪:২০, ১৪ মার্চ ২০১৬

বিটিভিতে আজ ‘ইত্যাদি’

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রচার হবে আজ সোমবার রাত ১০টার ইংরেজী সংবাদের পর। বিষয়ের দিক থেকে বৈচিত্র্যময় ‘ইত্যাদি’র আজকের পর্বে রয়েছে কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এবারের অনুষ্ঠানের বিভিন্ন প্রতিবেদন ধারণ করতে ‘ইত্যাদি’র টিম গিয়েছিল টেকনাফ, তেঁতুলিয়া, রাজশাহী, নওগাঁ, নোয়াখালীসহ অনেক স্থানে। বৃক্ষপ্রেমী ১০৬ বছরের বৃদ্ধ গহের আলীর ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। যিনি স্বীকৃতি ও প্রচারের লোভে নয়-নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করেন। প্রচারবিমুখ এই মানুষটির ওপর প্রতিবেদন করার জন্য ‘ইত্যাদি’র টিম গিয়েছিল নওগাঁয়। যে কোন বয়সেই যে শিক্ষাগ্রহণ করা যায়, তেমনি একটি পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে এবারের অনুষ্ঠানে। ফেনীর রিক্সাচালক মনির আহমেদ ও তার পরিবারের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। এছাড়াও চুলের হাট এবং তরকারি কাটা নিয়ে রয়েছে দুটি ব্যতিক্রমী রিপোর্টিং। এবারের ‘ইত্যাদি’তে দু’জন প্রেমিকের ভালবাসার স্মৃতি নিয়ে একটি গানে গানে গল্প রয়েছে। এই গল্পের চিত্রায়নে অংশ নিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী ঈমন ও বিন্দু। আর গানটি পরিবেশন করেছেন নতুন এবং অপেশাদার শিল্পী-সুমন। বিয়ের পাত্রী নির্বাচন নিয়ে রয়েছে আর একটি বিষয়ভিত্তিক গান। গানটিতে অভিনয় করেছেন প্রাণ রায়, সমু চৌধুরী, সাজু খাদেম, আরফান আহমেদ ও আবদুল আজিজ। আমন্ত্রিত দর্শক পর্ব সাজানো হয়েছিল ঢাকার ৪০০ বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে। দর্শকপর্বের নির্বাচিত ৬ জন দর্শকের মধ্যে ৪ জন নির্বাচন করতে ‘ইত্যাদি’র টিম গিয়েছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং বাকি দু’জনকে নির্বাচন করা হয় লালবাগ কেল্লায় আমন্ত্রিত দর্শকদের মধ্য থেকে। বিজয়ী নির্বাচনের জন্য ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে ঢাকাকে নিয়ে রচিত একটি তথ্যবহুল গান পরিবেশন করা হয়। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, পরিবেশন করেছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ, সঙ্গে ছিলেন আরিফ দেওয়ান, রুস্তম দেওয়ানসহ আরও অনেকেই। এবারের ‘ইত্যাদি’তে একটি ব্যতিক্রমধর্মী টকশোতে মুখোমুখি দেখা যাবে মামা-ভাগ্নে ও নানা-নাতিকে। এছাড়াও বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রƒপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। প্রসঙ্গত, লালবাগ কেল্লার অভ্যন্তরে ধারণ করা ‘ইত্যাদি’র একটি নিয়মিত পর্ব। কয়েক হাজার দর্শক নিয়ে ২০০৯ সালের জানুয়ারি মাসে পুরনো ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত অসম্পূর্ণ মোঘল প্রাসাদ দুর্গ লালবাগ কেল্লায় অনুষ্ঠানটি ধারণ করা হয়।
×