ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ

প্রকাশিত: ০৪:১৯, ১৪ মার্চ ২০১৬

পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। ফলে টানা তিন দিনে সূচকের বৃদ্ধি কিছুটা হলেও থমকে গেল। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে উর্ধমুখী ধারায়। এইদিন ডিএসইতে ৩৬৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি টাকার। এইদিন ডিএসইতে গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে সিএসইতে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, রবিবার ডিএসইতে ৩৬৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন। সেই হিসাবে শেয়ার লেনদেন কমেছে ১৫ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর। সকালে দরবৃদ্ধি দিয়ে শুরু হলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি ডিএসইর সূচকের উর্ধগতি। দিনশেষে বেশিরভাগ কোম্পানির দর কমার কারণে সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করছে। তবে বাকি দুটি সূচকই কিছুটা বেড়েছে। শরীয়াহ ভিত্তিক ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭২১ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- আমান ফিড, লংকাবাংলা ফিন্যান্স, ওরিয়ন ফার্মা, সিএমসি কামাল, বেক্সিমকো ফার্মা, বিএসসিসিএল, আইটিসি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, কেডিএস এক্সেসরিজ লিমিটেড এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিকে ঢাকার বাজারে সূচকের মিশ্রাবস্থা থাকলেও অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে সব ধরনের সূচকই বেড়েছে। সেখানে আগের দিনের চেয়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। সিএসই সার্বিক সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, রিজেন্ট টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, আইটিসি, জিপিএইচ ইস্পাত, বেক্সিমকো, কেডিএস এক্সেসরিজ ও ওরিয়ন ফার্মা।
×