ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তেলের দাম বৃদ্ধির আশা

প্রকাশিত: ০৪:১৭, ১৪ মার্চ ২০১৬

তেলের দাম বৃদ্ধির আশা

আন্তর্জাতিক এনার্জি এজেন্সি (আইইএ) জানিয়েছে, জ্বালানি তেলের দাম স্থিতিশীল হচ্ছে এবং পুনরায় এর দাম বাড়তে শুরু করবে। যুক্তরাষ্ট্র কম তেল উত্তোলন করায় বিশ্ববাজারে স্থিতিশীলতা আসছে। সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোতে কম উত্তোলন বিশ্ববাজারে জ্বালানি তেলের বাড়তি সরবরাহ রোধে সাহায্য করছে। এছাড়া বাজারে ইরানের তেল সরবরাহও নাটকীয়ভাবে কমেছে। ২০১৪ সালের আগস্টের পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ৭০ শতাংশ কমেছে। চলতি বছরের শুরুতে ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হয়েছে মাত্র ২৭ ডলারে। আইইএ বলছে, ধারণা করা হচ্ছে ২০১৬ সালে ওপেকবহির্ভূত দেশগুলোর জ্বালানি তেল উত্তোলন দিনে ৭ লাখ ৫০ হাজার ব্যারেল কমবে। যেখানে চলতি বছর এর পূর্বাভাস ছিল ৬ লাখ ডলার। সার্বিক দিক বিবেচনায় জ্বালানি তেলের দাম বাড়বে। জ্বালানি তেলের দাম যে বাড়তে পারে তা গত ৮ মার্চ লক্ষ্য করা গেছে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×