ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তৈরি পোশাক রফতানিতে পেরে উঠছে না ভারত

প্রকাশিত: ০৪:১৭, ১৪ মার্চ ২০১৬

তৈরি পোশাক রফতানিতে পেরে উঠছে না ভারত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ব বাজারে তৈরি পোশাক রপ্তানি বাড়াতে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে ভারত। রফতানি দ্বিগুণ করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চান দেশটির টেক্সটাইল মন্ত্রী। মন্ত্রণালয় সচিব রাশমি ভার্মা বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পোশাক রফতানি দ্বিগুণ করতে চায় ভারত। আর এ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ। কিন্তু ভারতের সঙ্গে যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা, ও ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি নেই। তাই বাংলাদেশ ও ভিয়েতনামের সঙ্গে পেরে উঠছে না তার দেশ। এ জন্য বড় ধরনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ভারত। তিনি আরও বলেন, নিম্ন উন্নত দেশগুলো যেখানে শূন্য শুল্কে পোশাক রপ্তানি করতে পারে। সেখানে ভারতকে ১০ থেকে ১৪ শতাংশ শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করতে হয়। তার ওপর শ্রমিক খরচ তো রয়েছেই। এর ফলে বাংলাদেশ ও ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতা করে পেরে উঠছে না ভারত। তবে গুণগত ও ব্র্যান্ডিংয়ের দিক দিয়ে এ দুই দেশের সঙ্গে সমানে রয়েছে তার দেশ। ভারত চায়, যুক্তরাষ্ট্র ও ইইউতে তাদের পণ্যে একটা ভারসাম্য শুল্ক আরোপ করা হোক। একমাত্র এই চুক্তি তা সম্ভব করতে পারে। ভার্মা জানান, বর্তমানে ২.৫ ট্রিলিয়ন রুপীর পোশাক রফতানি করে ভারত। আগামী ১০ বছরে তা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে দেশটির। তবে সেখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্য একটি হচ্ছে অতিরিক্ত শুল্ক আরোপ। এদিকে, বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে তৈরি পোশাক খাতে বৈদেশিক মুদ্রা আয় বেড়েছে। গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে নিটওয়্যার পণ্য রফতানি বেড়েছে ৫ দশমিক ৯১ শতাংশ। আলোচিত সময়ে নিটওয়্যার পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭৪৮ কোটি ২১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এই সময়ের মধ্যে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৭৬০ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৬০ শতাংশ বেশি। একইসঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রফতানি আয় বেড়েছে ৫ দশমিক ৯১ শতাংশ।
×