ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০১৮ সালে সফটওয়্যার রফতানির লক্ষ্য ১০০ কোটি ডলার

প্রকাশিত: ০৪:১৬, ১৪ মার্চ ২০১৬

২০১৮ সালে সফটওয়্যার রফতানির লক্ষ্য ১০০ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৮ সাল নাগাদ সফটওয়্যার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ ধরা হয়েছে ১ বিলিয়ন ডলার, যা বর্তমান রফতানি আয়ের ৭ গুণেরও বেশি। এই লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বড় বাধা সঠিক প্রচারণার অভাব। এমনটাই দাবি বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিস- বেসিসের। তবে দীর্ঘ মেয়াদে প্রতিযোগিতার বাজার ধরতে মেধা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের কোন বিকল্প নেই বলে মত প্রযুক্তিবিদদের। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে চাহিদা বাড়ছে নানা কাজের উপযোগী বিভিন্ন ধরনের সফটওয়্যারের। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সফটওয়্যার তৈরি ও রফতানিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। ইপিবির তথ্য মতে, গত পাঁচ বছরে সফটওয়্যার রফতানির আয় বেড়েছে তিনগুণ। তবে সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা মতো সফটওয়্যার তৈরিতে বেসরকারী উদ্যোগের তুলনায় অনেকটাই পিছিয়ে সরকারী উদ্যোগ। শুধু তাই নয় সঠিক প্রচারণার অভাবে সামর্থ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজার ধরা সম্ভব হচ্ছে না বলে দাবি বেসিসের। পাশাপাশি শর্তের বেড়াজালে দেশের ভেতর সফটওয়্যার তৈরির বড় প্রকল্পগুলোও থাকছে ধরাছোঁয়ার বাইরে। এমনটা উল্লেখ করে বিদ্যমান আইন পরিবর্তনের দাবি সংগঠনটির। এদিকে সফটওয়্যার ডেভেলপের ক্ষেত্রে বাংলাদেশ এখনও উল্টোপথে হাঁটছে বলে দাবি প্রযুক্তিবিদ মোস্তফা জব্বারের। তার মতে, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে জোর দিতে হবে মেধাসম্পদ তৈরিতে। সফটওয়্যারের মাধ্যমে আউটসোর্সিংকে যতটা গুরুত্ব দেয়া হচ্ছে সরাসরি সফটওয়্যার রফতানির বিষয়কে ততটা গুরুত্ব দেয়া হচ্ছে না বলেও দাবি এই প্রযুক্তিবিদের।
×