ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগদা চিংড়ির ‘ব্র্যান্ডিং’ করতে প্রবাসী ব্যবসায়ীদের প্রতি আহ্বান

প্রকাশিত: ০৪:১৬, ১৪ মার্চ ২০১৬

বাগদা চিংড়ির ‘ব্র্যান্ডিং’ করতে প্রবাসী ব্যবসায়ীদের প্রতি আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বাগদা চিংড়ির ‘ব্র্যান্ডিং’ করতে প্রবাসী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। গত বুধবার নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, হিমায়িত মাছ বিশেষ করে ‘ব্ল্যাক টাইগার’ খ্যাত বাগদা চিংড়ি ও চিংড়িজাত পণ্যের বাজার সম্প্রসারণে আরও তৎপর হতে হবে। বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকসহ সব ধরনের বাংলাদেশী পণ্যের রফতানি বাড়ানোর উদ্যোগে পাশাপাশি দেশে বিনিয়োগ আকর্ষণে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশী-আমেরিকান ব্যবসায়ীরা ছাড়াও নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবার বস্টনের ‘সি ফোড এক্সপো নর্থ আমেরিকা’ শীর্ষক প্রদর্শনী ও সোমবার ‘ডায়ালগ এ্যান্ড ব্রেকফাস্ট মিটিং বিটুইন ইউএস সি ফোড ইম্পোর্টার্স এ্যান্ড বাংলাদেশ ডেলিগেশন’ শীর্ষক সেমিনারে অংশ নেন বাণিজ্য সচিব। তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন চেইন শপের তথ্যকেন্দ্রে বাংলাদেশী পোশাকের প্রচার বাড়াতে প্রবাসীদের অনুরোধ জানান। তিনি বলেন, ‘অনেক সস্তায় আরও ভাল মানের কাপড় বাংলাদেশেই তৈরি হচ্ছে তা ইনফরমেশন সেন্টারগুলোতে লেখেন। আমাদের তৈরি পোশাক নিয়ে মার্কিন মুল্লুকে যে নতিবাচক প্রচারণা রয়েছে, তা যে সত্য নয় তাও জানিয়ে দিন।
×