ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫১, ১৪ মার্চ ২০১৬

টুকরো খবর

সিম রেজিস্ট্রেশনে টাকা নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ মার্চ ॥ মোবাইল ফোন কোম্পানির প্রতিনিধিরা সিম রেজিস্ট্রেশনে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অর্থ দিতে অস্বীকার করলে গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হয়। ফলে টাকা দিয়েই সরকার ঘোষিত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করতে বাধ্য হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে জানা গেছে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। দাবিকৃত টাকা না দিলে বিভিন্ন অজুহাত দেখিয়ে গ্রাহকদের ফিরিয়ে দেয়া হয়। দুই শিশু ধর্ষিত ॥ আটক ২ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৩ মার্চ ॥ ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া গ্রামের ৫নং ওয়ার্ডে শনিবার সন্ধ্যায় চার বছরের দুই শিশুকে তেঁতুল খাওয়ানোর নাম করে একই এলাকার সোহরাব মিয়ার পুত্র জাহিদুল ইসলাম জাহিদ (১৯) ও আব্বাস আলীর পুত্র ইব্রাহিম (২০) বাড়ির পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন ওই দুই ধর্ষণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আতশবাজি জব্দ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ১৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার রাত ৯টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে এসব আতশবাজি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৩ মাদক বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার রাতে উপজেলার মোক্তারপুর এলাকায় পদ্মার চর থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এরা হলোÑ মোক্তারপুর এলাকার দেলোয়ার হোসেন, মিজানুর রহমান মিতুল ও আব্দুল মতিন। পরে বিজিবি সদস্যরা আটক তিনজনকে থানায় সোপর্দ করে। পুলিশ রবিবার তিনজনকে আদালতে চালান করেছে। নির্যাতনের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৩ মার্চ ॥ ভালুকায় অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র সালমান রহমান রিত্তিককে নির্যাতনের প্রতিবাদ ও আসামি মাসুদকে গ্রেফতারের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার সকালে পাইলট উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জানা যায়, ১০ মার্চ সন্ধ্যায় উপজেলার মেজরভিটায় অবস্থিত রফিক-রাজু কোচিংয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানভীরের অন্য শিক্ষার্থীদের সঙ্গে ঝগড়া লাগে। এ সময় সালমান রহমান রিত্তিক ঝগড়া থামাতে যায়। খবর পেয়ে তানভীরের পিতা মাসুদ রিত্তিককে বেদম মারপিট করে শিবির ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৩ মার্চ ॥ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ হামলা, তা-ব ও নাশকতার ৮ মামলার আসামি রিপন (২২) নামে এক শিবির ক্যাডারকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। এ সময় পুলিশ তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। রবিবার সকালে চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক শিবির ক্যাডার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ইজ্জত আলী চৌধুরীপাড়ার জাহাঙ্গীর আলম চৌধুরীর পুত্র। মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ মার্চ ॥ সাভারে মসজিদ, স্কুল ও ঈদগা মাঠের জমি জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার সকালে উপজেলার আশুলিয়া থানাধীন নলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন জানান, আশুলিয়া থানা পুলিশের এসআই মশিউর রহমানের ক্ষমতার দাপট দেখিয়ে নলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও ঈদগা মাঠের ৮৩ শতাংশ জমির ১৬ শতাংশ জমি দখল করার চেষ্টা করে এলাকার ভূমিদস্যু নজরুল তালুকদার। জাতীয় পতাকা বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৩ মার্চ ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কচুয়ায় নির্ধারিত মাপের জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির কচুয়া-ঢাকা সড়কের পলাশপুর স্ট্যান্ডে সিএনজি আটোরিক্সায় পতাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেনÑ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম প্রমুখ। বৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ১৩ মার্চ ॥ মোহনগঞ্জ মুখসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের মেধাবী ছাত্রছাত্রী বৃত্তি প্রদান অনুষ্ঠান রবিবার দুপুরে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও শ্রেষ্ঠ শিক্ষক আছহাব উদ্দিন খোকনের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.খ.ম শফিকুল হক। আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিপালী সরকার, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কালাম, সাধারণ সম্পাদক শরিফুল আলম প্রমুখ। বিজ্ঞান মেলা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ মার্চ ॥ রবিবার সকাল ১০টায় সাপাহারে আল- হেলাল ইসলামী একাডেমি এ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। আল-হেলাল ইসলামী একাডেমি এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁঞা। কৃষকদের সঙ্গে ৬ এমপি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা রবিবার বিকেলে সিডর ও আইলা বিধ্বস্ত মোরেলগঞ্জে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রধান অতিথি ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি। শাহ্-ই-আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন রেজাউল করিম তানসেন এমপি, আব্দুল মান্নান এমপি, মামুনুর রশিদ কিরণ এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, মীর শওকাত আলী বাদশা এমপি, কৃষিবিদ আফতাব উদ্দিন, প্রকল্প পরিচালক জিএম রুহুল আমীন প্রমুখ। লক্ষ্মীপুরে আহত মা-মেয়ের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর থেকে জানান, অটোরিক্সার সঙ্গে লেগুনার সংঘর্ষে আহত নূরবানু (৫০) ও রৌশন আরা বেগমের (৩০) মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মা-মেয়ে। এর আগে ঘটনাস্থলেই মারা যায় রৌশন আরার বড় বোন মারজাহানের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র শাহরিয়ার (১০)। এ নিয়ে এ ঘটনায় একই পরিবারের ৩জন নিহত হয়। তবে শাহরিয়ারের মা মারজাহান ও ছোট বোন লাবনীর (৬) অবস্থাও আশঙ্কাজনক। শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মা-মেয়ের মৃত্যু হয়।
×