ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন গরুচোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৩:৪৮, ১৪ মার্চ ২০১৬

তিন গরুচোরকে  গণপিটুনি দিয়ে পুলিশে  সোপর্দ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার ভোরে তাড়াশে ৩ গরুচোরকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। গণধোলাইয়ের শিকার চোরেরা হলো উপজেলার নওগাঁ ইউনিয়নের হামিদপুর গ্রামের উজ্জল হোসেন (২৪), তার ভাই আলম হোসেন (৩০) ও একই এলাকার নবীপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৫)। গণধোলাইয়ের শিকার চোরদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে আটককৃত চোরেরা উপজেলার সীমান্তঘেঁষা উলল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের নুরুল হকের বাড়ির গোয়াল ঘর থেকে একটি গাভী চুরি করে পাশের হামিদপুর গ্রামে নিয়ে গিয়ে জবাই করে মাংস প্যাকেটজাত করতে থাকে। এদিকে রায়গঞ্জে জমিতে পানি দেয়াকে কেন্দ্রে করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। সে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিদ-দামিন গ্রামের মরহুম বিশা সেখের ছেলে। লৌহজংয়ে আহত বৃদ্ধের মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে ডেকে নিয়ে পিটিয়ে আহত বৃদ্ধ মারা গেছেন। এই বৃদ্ধ লৌহজং উপজেলার মাইজগাঁও গ্রামের আনোয়ার শেখ (৫৫)। শনিবার রাতে হাসপাতালে মারা গেছেন। রবিবার সকালে তার লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
×