ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে সংবাদ সম্মেলন

রিয়েল এস্টেটের প্রতারণা প্রতিকার দাবি গ্রাহকদের

প্রকাশিত: ০৩:৪৭, ১৪ মার্চ ২০১৬

রিয়েল এস্টেটের প্রতারণা প্রতিকার দাবি গ্রাহকদের

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ গ্রাহকদের বিনিয়োগের টাকার বিপরীতে জমি লিখে দেয়ার চুক্তি করেও তা না দিতে ‘অপচেষ্টা’ করছে এহসান রিয়েল এস্টেট এ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ও এহসান সোসাইটি। এমন অভিযোগ করে ক্ষতিগ্রস্ত গ্রাহক ও মাঠকর্মীরা বিনিয়োগের টাকা এবং হয়রানিমূলক মামলার প্রতিকার চেয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে প্রতিকার চেয়েছে। লিখিত বক্তব্যে গ্রাহক কমিটির সাধারণ সম্পাদক বাবর আলী বলেন, সংস্থার পরিচালকগণ তাদের সুদমুক্ত বিনিয়োগের কথা বলে কার্যক্রম শুরু করে। কর্মকর্তাদের বিশ্বাস করে এ প্রতিষ্ঠানে গ্রাহকরা টাকা বিনিয়োগ করে। দুই বছর মূল টাকাসহ কোন মুনাফা প্রদান না করায় বারবার প্রতিষ্ঠানের পরিচালকগণের শরণাপন্ন হই। অনেক টালবাহানার পর গাজীপুর ঘুশুলিয়া মৌজায় দ্বারাইল এহসান সিটি থেকে ৪০টি প্লট ও আশুলিয়ার তৈয়বপুর ও নরসিংহপুর থেকে ১৭১ শতক জমি ও নগদ অর্থ দেয়ার কথা বলে ২০১৪ সালের ২০ অক্টোবর এমডি কাজী রবিউল ইসলাম চুক্তি করেন। কিন্তু চুক্তি অমান্য করে মাত্র ১৫৭ দশমিক ৫০ শতক জমি প্রদান করে। বাধ্য হয়ে তা মেনে সকল মাঠকর্মী ও গ্রাহকগণের সম্মতিতে আমাদের মধ্যে চারজন মাঠকর্মীর নামে অপ্রত্যাহারযোগ্য আমমোক্তার নামা দলিল করে দেয়। কিন্তু এরপরও আমমোক্তার নামা বাতিল করার জন্য নানা অপকৌশল শুরু করে প্রতিষ্ঠানের পরিচালকগণ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এহসান সোসাইটি ও এহসান রিয়েল এস্টেট লিমিটেড যশোরের এফও এবং গ্রাহক কমিটির সভাপতি শামছুর রহমান, মুফতি ফুরকান আহম্মেদ, ইব্রাহিম, রেজাউর রহমান, বেলাল হোসেন, নারী ইসলাম, খলিলুর রহমান, নুর আলমসহ গ্রাহক ও মাঠকর্মীরা।
×