ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৈলারদ্বীপ সেতুতে বাড়তি টোল আদায় ॥ ক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৭, ১৪ মার্চ ২০১৬

তৈলারদ্বীপ সেতুতে বাড়তি টোল আদায় ॥ ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৩ মার্চ ॥ চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা সীমান্তে সাঙ্গু নদীর ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতুতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে যানবাহন মালিক-শ্রমিকের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। অপরদিকে একই নদীতে একই সাইজের দোহাজারী ও খোদারহাট সেতু দুটিতে কোন ধরনের টোল আদায় করা না হলেও বাঁশখালী-আনোয়ারা সীমান্তের তৈলারদ্বীপ সেতুতে গলাকাটা টোল আদায় করছে ইজারাদার। এ টোল আদায়কে কেন্দ্র করে যে কোন মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। শনিবার এ বিষয়ে সড়ক ও জনপথ দোহাজারী বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী বিনয় পাল জানান, আমার জানামতে বাঁশখালী-আনোয়ারা তৈলারদ্বীপ সেতুতে অতিরিক্ত টোল আদায় করার কোন অভিযোগ নেই। তবে ইজারাদার কৌশলে অতিরিক্ত টোল আদায় করলে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী-চট্টগ্রাম পিএবি সড়কের তৈলারদ্বীপ সেতুটি উদ্বোধন হয় ২০০৬ সালের ২৯ আগস্ট। উদ্বোধনের পর থেকে এই সেতুর ওপর নির্ধারিত টোল ধার্য করা হলেও ইজারাদারগণ কৌশলে যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায় করতে থাকে। বর্তমানে এই সেতুতে ইজারাদার নির্ধারিত টোলের হারÑ ট্রেইলার ৩শ’ টাকা, হেভি ট্রাক ১শ’ ৮০ টাকা, মিডিয়াম ট্রাক ১শ’ ৫০ টাকা, মিনিট্রাক ১শ’ ১৫ টাকা, বড় বাস ৩০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান ৯০ টাকা, মিনিবাস ১৫ টাকা, মাইক্রোবাস ৬০ টাকা, ফোর হুইলচালিত যানবাহন ৬০ টাকা, কার ৪০ টাকা, অটোরিক্সা ১৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা, রিক্সা ভ্যান/রিক্সা, বাইসাইকেল/ঠেলাগাড়ি ইত্যাদি পাঁচ টাকা হারে টোল আদায় করছে।
×