ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু নির্যাতনে আটক দুই জামায়াত নেতা ॥ ১৫ হাজার টাকায় ছাড়

প্রকাশিত: ০৩:৪৬, ১৪ মার্চ ২০১৬

শিশু নির্যাতনে আটক দুই জামায়াত নেতা ॥  ১৫ হাজার টাকায় ছাড়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় নাহিদ হোসেন নামের ১২ বছরের এক শিশু নির্যাতনের শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার মনিগ্রাম বাজারে জামায়াতের দুই কর্মী চোর সন্দেহে তাকে প্রকাশ্যে মারধর করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ জামায়াতের দুই কর্মীকে আটক করে থানায় নিয়ে গেলেও রাতে ১৫ হাজার টাকায় ছাড়া পায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার মনিগ্রাম বাজারের মুদি ব্যবসায়ী মাজদার রহমান ও ওষুধ ব্যবসায়ী ফিরোজ আলীর দোকানের সামনে নিজের সাইকেল রেখে দাঁড়িয়েছিল একই উপজেলার জোতনশী গ্রামের আলতাফ হোসেনের ছেলে নাহিদ (১২)। জামায়াতকর্মী মাজদার ও ফিরোজ ওই শিশুকে দোকানের সামনে দেখে চোর সন্দেহ করে মারধর শুরু করে। পরে স্থানীয়রা এসে তাদের হাত থেকে শিশু নাহিদকে রক্ষা করেন। আচমকা মারপিটে শিশু নাহিদ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। তার গাল ও মুখম-ল ফুলে গেছে। এদিকে, খবর পেয়ে বাঘা থানা পুলিশের একটি দল রাত ৮টার দিকে মনিগ্রাম বাজার থেকে জামায়াতকর্মী মাজদার ও ফিরোজকে আটক করে থানায় নিয়ে আসে। এর পর থানায় শুরু হয় দেন-দরবার। সেখানে মনিগ্রাম বাজারের সভাপতি আব্দুল গনি ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের নেতৃত্বে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় দুই জামায়াত নেতার। এর মধ্যে ১০ হাজার টাকা শিশুর চিকিৎসার জন্য দিয়ে বাকি পাঁচ হাজার টাকা থানা পুলিশ রেখে দেয়।
×