ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ হচ্ছে

প্রকাশিত: ০৩:৪৬, ১৪ মার্চ ২০১৬

কক্সবাজারে আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ হচ্ছে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবাধ যাতায়াত নিশ্চিত করতে এবং যোগাযোগ ব্যবস্থায় জনগণের মধ্যে উন্নতসেবা বিনির্মাণের লক্ষ্যে অবশেষে সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হচ্ছে কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক। ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ১৩ কোটি ১৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড আঞ্চলিক মহাসড়কের চকরিয়া ও পেকুয়া উপজেলার দুই অংশের ১৮ কিলোমিটার এলাকায় সড়ক উন্নয়ন কাজ শুরু করে দিয়েছে। আঞ্চলিক মহাসড়কটি সম্প্রসারণ হওয়ার কারণে একদিকে উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইলফলকের সূচনা ঘটবে, অন্যদিকে সড়কটির গুরুত্বকে কাজে লাগিয়ে এতদাঞ্চলের অর্থনৈতিক স্বনির্ভরতা অনেকটা চাঙ্গা হয়ে উঠবে। এতে সড়ক লাগোয়া এলাকার ভূ-সম্পদের মূল্যও বেড়ে যাবে কয়েক গুণ। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে পিছিয়ে পড়া এ অঞ্চলের কৃষকরা উৎপাদিত ফসল ভাল দামে বিক্রি করতে পারবে। সব মিলিয়ে আঞ্চলিক মহাসড়কটি সম্প্রসারণ হওয়ার ফলে চকরিয়া, পেকুয়া ও মহেশখালী ৩ উপকূলীয় অঞ্চলের প্রায় ৫ লাখ জনগণের ভাগ্যে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ অভিজ্ঞ মহল। কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, বর্তমান সরকার মাতারবাড়ি তাপ বিদ্যুত কেন্দ্রসহ কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের অনেক বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
×