ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুত কেন্দ্রের বিকল্প আছে, সুন্দরবনের নেই ॥ আনু মুহাম্মদ

প্রকাশিত: ০৩:৪৫, ১৪ মার্চ ২০১৬

বিদ্যুত কেন্দ্রের বিকল্প আছে, সুন্দরবনের  নেই ॥ আনু মুহাম্মদ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, উপকূলীয় এলাকার চার কোটি মানুষের ক্ষতি করে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র হতে পারে না। বিদ্যুত কেন্দ্রের বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের বিকল্প নেই। সরকার বলছে বিদ্যুত প্রকল্প হলে এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। কিন্তু আসলে বিদ্যুত কেন্দ্র হলে এই এলাকার ১০ লাখ মানুষের কর্মসংস্থানের ক্ষতি হবে।’ রবিবার দুপুরে বাগেরহাটে জনযাত্রায় সমাবেশে তিনি এ কথা বলেন। এদিন দুপুর ২টার দিকে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের কাটাখালী মোড়ে মিছিল, সমাবেশ ও ঘোষণা পাঠের মধ্য দিয়ে চারদিনের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন। এর আগে জনযাত্রার কাফেলা সড়ক পথে খুলনা থেকে বাগেরহাট পৌঁছায়। এ সময় শহরে বিশাল মিছিল শেষে সমাবেশ হয়। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য বিমল বিশ্বাস, গণসংহতি সমন্বয়ক জুনায়েদ সাকী, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিলানী শুভ, জেলা কমিটির আহ্বায়ক রনজিৎ চট্টোপাধ্যায় ও সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল প্রমুখ বক্তব্য দেন।
×