ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে হোমিও চিকিৎসক

প্রকাশিত: ০৩:৪৫, ১৪ মার্চ ২০১৬

সিরাজগঞ্জে হোমিও চিকিৎসক

স্টাফ রিপের্টার, সিরাজগঞ্জ থেকে জানান, রবিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় বাসচাপায় আব্দুল হান্নান (৩০) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। নিহতের বাড়ি সলঙ্গা থানার পাঁচলিয়া পূর্বপাড়া গ্রামে । পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী খালেক পরিবহনের বাস সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাবু মিয়ার চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা হোমিও চিকিৎসক আব্দুল হান্নান বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় চায়ের দোকানে থাকা আব্দুল হালিম, গামছা ব্যবসায়ী আলহাজসহ আরও অন্তত পাঁচজন আহত হয়। দৌলতপুরে আহত ২৫ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর থেকে জানান, উপজেলার খলিশাকু-িতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে খলিশাকু-ি ব্রিজের পশ্চিমপ্রান্তে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস মায়ের দোয়া পরিবহন খলিশাকু-ি ব্রিজের পশ্চিমপ্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে। এতে বাসের চালক ও হেলপারসহ ২৫ যাত্রী আহত হয়।
×