ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় বন্যায় গৃহহীন ৮০ পরিবার পেল স্থায়ী ঠিকানা

প্রকাশিত: ০৩:৪৩, ১৪ মার্চ ২০১৬

চকরিয়ায় বন্যায় গৃহহীন ৮০ পরিবার পেল স্থায়ী ঠিকানা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ২০১৫ সালে ভয়াবহ বন্যায় গৃহহীন চকরিয়ার তিনটি ইউনিয়নের ৮০টি পরিবার অবশেষে বেঁচে থাকার স্থায়ী ঠিকানা পেয়েছে। নিঃস্ব পরিবারগুলো এখন নতুন বাড়ি পেয়ে খুশিতে পঞ্চমুখ। চকরিয়া উপজেলার বিএমচর, কাকারা ও কৈয়ারবিল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০টি দরিদ্র পরিবারকে নতুন বাড়ি দেয়া হয়েছে। রবিবার বিকেলে উপকারভোগী এসব পরিবারের সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বাড়ির চাবি তুলে দেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। বানভাসী মানুষের জন্য এই মহতি কাজটি করেছে ইউএনডিপির সহযোগী প্রতিষ্ঠান আরলি রিকভারি ফ্যাসিলিটি ও কানাডিয়ান বৈদেশিক বিষয়ক বাণিজ্য এবং উন্নয়ন বিভাগ। দুটি সংস্থার অর্থায়নে মনিটরিংয়ে ছিল কক্সবাজার অঞ্চলের এনজিও সংস্থা ক্রিশ্চিয়ান এইড ও মুক্তি। চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের খঞ্জনীঘোনা এলাকায় বানভাসী মানুষের মধ্যে নতুন বাড়ির চাবি বিতরণ উপলক্ষে আয়োজন করা হয় সুধী সমাবেশের। ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর মিস পৌলিন ট্যামেসিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রিয়াজ আহমেদ, কানাডিয়ান হাইকমিশনের কর্মসূচী প্রধান ডেনিয়েল লোটফি, ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর সাকিব নবী, ইউএনডিপির আরলি রিকভারি ফ্যাসিলিটির প্রধান তানজিবা আবেরিন হক। অনুষ্ঠানে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম আজাদ ও নারী ভাইস চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পাসহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×