ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা দ্বিতীয় পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৩:৩৮, ১৪ মার্চ ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২৯. পদের কোথায় বিসর্গ থাকবে? ক) মধ্যে খ) শেষে গ) প্রথমে ঘ) কোথাও না ৩০. অভিধানে ব্যবহৃত ‘য’ এর পর বর্ণানুক্রম কোনটি? ক) র খ) ল গ) য় ঘ) শ ৩১. নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ? ক) বিদুষী খ) শিশু গ) চেয়ার ঘ) সুন্দর ৩২. অনুভূতির কাল্পনিক অনুকৃতি হলো- ক) ঝিকিমিকি খ) মিউ মিউ গ) গুড় গুড় ঘ) হি হি ৩৩. মহা + ঔষধ = কী হবে? ক) মহাষৌধ খ) মহৌষধ গ) মহৌষধি ঘ) মহাঔষধ ৩৪. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? ক) কবি খ) দাতা গ) নেতা ঘ) বাদশা ৩৫. ‘পুনর্মিলন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) পুনঃ + মিলন খ) পুন + মিলন গ) পুনর + মিলন ঘ) পুর্ন + মিলন ৩৬. কর্তা ক্রিয়ার পরেও বসতে পারে, এর উদাহরণ কোনটি? ক) রানা গান গায় খ) সঙ্গে যাবে কে গ) সে যায় ঘ) মিলি আসে ৩৭. ‘সলিলসমাধি’ শব্দটি গঠিত হয়েছে- ক) প্রত্যয়যোগে খ) উপসর্গযোগে গ) বিভক্তিযোগে ঘ) সমাসযোগে ৩৮. ‘চাঁদের হাট’ - অর্থ কী? ক) অদৃশ্য বস্তু খ) মগের মুল্লুক গ) বিরাট আয়োজন ঘ) আনন্দের প্রাচুর্য ৩৯. ‘অতীত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) অতি + ইত খ) অতী + ইত গ) অতী + ত ঘ) অতি + ত ৪০. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? ক) কলমের সাহায্যে খ) ঠোঁটের সাহায্যে গ) ফুসফুসের সাহায্যে ঘ) বাগযন্ত্রের সাহায্যে ৪১. ‘চতুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক) দুরন্ত খ) সচেতন গ) চালাক ঘ) বোকা ৪২. কোন বানানটি সঠিক? ক) মধ্যাহ্ন খ) পূর্বাহ্ন গ) সায়াহ্ন ঘ) অপরাহ্ন ৪৩. হাইফেনকে বাংলায় কী বলা হয়? ক) ছেদ চিহ্ন খ) সংযোগ চিহ্ন গ) বিরাম চিহ্ন ঘ) বিরতি চিহ্ন ৪৪. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়- কী কী? ক) মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু খ) ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি গ) গম্ ও গট্ ধাতু ঘ) স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু ৪৫. শব্দের যে বৈশিষ্ট্য থেকে পুরুষ বা স্ত্রী বোঝা যায় তাকে কী বলে? ক) প্রত্যয় খ) লিঙ্গ গ) বিভক্তি ঘ) পদ ৪৬. নিচের কোনটিতে শব্দের মাঝে স্বরবর্ণের পুনরূপ রয়েছে? ক) উকিল খ) বাউল গ) মৌসুমি ঘ) পৃথিবী ৪৭. ‘গর গর’ কোন ধরনের শব্দ? ক) ধ্বন্যাত্মক শব্দ খ) অনুকার শব্দ গ) মৌলিক শব্দ ঘ) যৌগিক শব্দ ৪৮. কোন বানানটি সঠিক? ক) পতিœ খ) সারণি গ) হরিণি ঘ) সুন্নী ৪৯. ‘বিচ্ছেদ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কী? ক) বিচ্ + ছেদ খ) বিচ্ছে + দ গ) বি + ছেদ ঘ) বি + চ্ছেদ ৫০. সন্দেহ বা ব্যঙ্গ বুঝাতে কোনটি বসে? ক) কমা খ) সেমিকোলন গ) প্রশ্নবোধক ঘ) কোলন সঠিক উত্তর : ২৯. (ক) ৩০. (গ) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (খ) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (ঘ) ৪১. (ঘ) ৪২. (খ) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (খ) ৪৬. (খ) ৪৭. (ক) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (গ)
×