ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খিলগাঁওয়ে কেবল অপারেটরকে গুলি ॥ এএসআই ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৮:২৬, ১৩ মার্চ ২০১৬

খিলগাঁওয়ে কেবল অপারেটরকে গুলি ॥ এএসআই ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগঁাঁওয়ে কেবল অপারেটর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম কনক কুমারের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শুক্রবার সকালে এএসআই শামীম রেজা কেবল অপারেটর আল-আমিনকে (১৮) লক্ষ্য করে গুলি চালায়। পরে গুলিবিদ্ধ কেবল অপারেটর আল-আমিনকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেয়া হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ নাসির জানান, পিঠের বাঁ পাশে গুলি ঢুকে মাংসের ভেতর দিয়ে বেরিয়ে গেছে। তার জখম ততোটা গুরুতর নয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। খিলগাঁও থনার ওসি মাইনুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় বংশাল থানার এএসআই শামীম রেজাকে আটক করা হয়েছে। শামীমের কাছ থেকে পিস্তলটি জব্দ করা হয়েছে। সরকারী অস্ত্র এএসআই বাসায় নিতে পারেন কি না জানতে চাইলে ওসি মাইনুল হোসেন জানান, এ বিষয়ে আমি এখন কোন কথা বলব না। তবে এএসআই শামীমকে আটকের পর বিকেলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
×