ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মীর কাশেম আলীর সঙ্গে কারাগারে সাক্ষাত করেছেন পরিবারের সদস্যরা

প্রকাশিত: ০৮:১৫, ১৩ মার্চ ২০১৬

মীর কাশেম আলীর সঙ্গে  কারাগারে সাক্ষাত করেছেন পরিবারের সদস্যরা

নিজস্ব সংবাদদাতা ॥ গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির দ-প্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী ও পরিবারের লোকজন। শনিবার সাক্ষাতের পর তার ছোট ছেলে মীর আহমদ বিন কাশেম জানান, তার বাবা জেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন, তাকে ফাঁসি দেয়া হলে যেন কাশিমপুর কারাগারেই দেয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক সাংবাদিকদের জানান, মীর কাশেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন, ছেলে মীর আহমদ বিন কাশেম, মেয়ে সুমাইয়া রাবেয়া, পুত্রবধূ তাহমিনা আক্তার ও সায়েদা তাহমিদা আক্তার, ভাতিজি আফরোজা জয়নবসহ সাতজন তার সঙ্গে সাক্ষাতে প্রায় আধঘণ্টা কথা বলেন। প্রতিমাসে একবার মীর কাশেমের পরিবারের লোকজন আসেন। এবার ফাঁসির রায় বহালের আদেশের পর শনিবারই প্রথম পরিবারের ওই সদস্যরা মীর কাশেম আলীর সঙ্গে দেখা করলেন। মীর কাশেমের ছোট ছেলে মীর আহমদ সাংবাদিকদের জানান, ফাঁসির রায় বহালের ব্যাপারে তার বাবা বলেছেন, তার প্রতি অবিচার করা হয়েছে।
×