ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:২০, ১৩ মার্চ ২০১৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা

বিষয় : দৈনন্দিন বিজ্ঞান ১.বায়ুতে বা শূন্যস্থানে প্রতিসেকেন্ডে আলোর গতি কত? ক) ৩১০৭ মিটার খ) ৩১০৮ মিটার গ) ৩১০৯ মিটার ঘ) ৩১০১০ মিটার ২. সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ক) ৫০০ সেকেন্ড খ) ৪০০ সেকেন্ড গ) ৪৫০ সেকেন্ড ঘ) ৩২০ সেকেন্ড ৩. আলোর ‘তরঙ্গতত্ত্বের’ প্রবক্তা কে? ক) নিউটন খ) প্লাঙ্ক গ) ম্যাক্রওয়েল ঘ) হাইগেন ৪. নাক, কান ও গলার ভেতরের অংশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়- সমতল দর্পণ খ) উত্তল দর্পণ গ) অবতল দর্পণ ঘ) কোনটিই নয় ৫. হীরকের প্রতিসরাংক কত? ক) ২.৪ খ) ২.০০ গ) ১.৫ ঘ) ১.৪৭ ৬. সবুজ ও লাল রং মিলে কোন রং তৈরি হয়? ক) সাদা খ) ম্যাজেন্টা গ) হলুদ ঘ) কালো ৭. নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়? ক) কাঁচা লোহা খ) ইস্পাত গ) দস্তা ঘ) কোবাল্ট ৮. ধনাত্বক আধানযুক্ত রশ্মি কোনটি? ক) আলফা খ) বিটা গ) গামা ঘ) কোনটিই নয়। ৯. ফিউশন প্রক্রিয়ায় কত সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হয়? ক) ১০৫ সেন্টিগ্রেড খ) ১০৮ সেন্টিগ্রেড গ) ১০১১ সেন্টিগ্রেড ঘ) ১০১৫ সেন্টিগ্রেড ১০. সবচেয়ে শক্তিশালী বোমা কোনটি? ক) হাইড্রোজেন বোমা খ) পারমাণবিক বোমা গ) নাপাম বোমা ঘ) কোনটিই নয়। ১১. টলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়- ক) শব্দ শক্তি খ) আলোক শক্তি গ) তড়িৎ শক্তি ঘ) চৌম্বক শক্তি ১২.এক গুচ্ছ নক্ষত্রকে কি বলা হয়? ক) সৌরজগত খ) ছায়াপথ গ) আকাশ গঙ্গা ঘ) লুব্ধক
×