ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব অর্থনীতির ॥ টুকরো খবর

প্রকাশিত: ০৬:১১, ১৩ মার্চ ২০১৬

বিশ্ব অর্থনীতির ॥ টুকরো খবর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক করে ৮০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ৬ জনকে শনাক্তের পর তদন্ত শুরু করেছে ফিলিপিন্সের এন্টি-মানিলন্ডারিং বিভাগ (এএমএলসি)। ফিলিপিন্সভিত্তিক সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এএমএলসি প্রাথমিকভাবে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় মিশেল ফান্সসিসকো ক্রুজ, জেসি ক্রিস্টোফার ল্যাগরোসাস, আলফ্রেড সানটস ভারগারা, এনরিকো টিওডোরো বাসকিউজ, উইলিয়াম সোগো এবং কিম ওং কে শনাক্ত করা হয়েছে। রাজস্ব ঘাটতি ৩০৮ কোটি ৬৮ লাখ বেনাপোল কাস্টম হাউসে ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৪৩ কোটি ৩২ লাখ টাকা। এর মধ্যে অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১৫ কোটি ৪৫ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ১ হাজার ৭০৫ কোটি ৭৭ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে কম আহরণ হয়েছে ৩০৮ কোটি ৬৮ লাখ টাকা। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, রাজস্ব আহরণ বাড়াতে গিয়ে আমদানি করা সব পণ্যের শুল্কমূল্য কয়েকগুণ বাড়ানো হয়েছে। পাশাপাশি নানামুখী হয়রানির ফলে আমদানিকারকরা ব্যবসায়িক সুবিধার্থে বেনাপোল ছেড়ে পার্শ্ববর্তী মংলা, হিলি, সোনামসজিদ ও ভোমরা স্থলবন্দর ব্যবহার করছেন। একনেকে ১৬ প্রকল্প অনুমোদন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৬ হাজার ৮৮৭ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প আছে। যেগুলো বাস্তবায়নে সরকারী অর্থায়নে ১৪ হাজার ৪১ কোটি ২৭ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৯৬ কোটি ২৭ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে দুই হাজার ২৫০ কোটি ২৭ লাখ টাকা ব্যয় হবে।
×