ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্যুরিজম ম্যানেজমেন্ট

প্রকাশিত: ০৬:০৯, ১৩ মার্চ ২০১৬

ট্যুরিজম ম্যানেজমেন্ট

নতুন বিষয় বর্তমান বিশ্বে ক্যারিয়ার গঠনে যুগোপযোগী বিষয় নির্বাচনের বিকল্প নেই। দেশে ও দেশের বাইরে হোটেল এ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ের চাহিদা দিন দিন বাড়ছে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান এ বিষয়ে কোর্স পরিচালনা করছে। এর মধ্যে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) অন্যতম। বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) কনফেডারেশন অব ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি (সিটিএইচ), ইউকের অধীনে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট প্রোগ্রাম পরিচালনা করে আসছে। আসুন জেনে নেই, এ বিষয়ের বিস্তারিত। ভর্তির যোগ্যতা : যে কোন গ্রুপে এইচএসসি/এ লেভেল অথবা সমমান পাসকৃত ছাত্রছাত্রী প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবে। কোথায় পড়বেন : বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান এ বিষয়ে কোর্স পরিচালনা করছে। এর মধ্যে অন্যতম বিএসডিআই। যোগাযোগ : বাড়ি-২, রোড-১২, মিরপুর রোড, ধানম-ি, ঢাকা। ফোন : ৮১১০৮১৮, ০১৭১৩৪৯৩২৪৩। িি.িনংফর-নফ.ড়ৎম শিক্ষা পদ্ধতি : এ শিক্ষা ব্যবস্থায় সিটিএইচের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর যাবতীয় ক্লাস অনুষ্ঠিত হয় বিএসডিআইতে। সার্টিফিকেট : এ শিক্ষা ব্যবস্থায় যুক্তরাজ্যের সিটিএইচ কর্তৃক ডিপ্লোমা/এ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট দেয়া হয়। চাকরি : পাসকৃতদের জন্য বিএসডিআই সরাসরি বিভিন্ন হোটেলে ২/৩ মাস মেয়াদী ইন্টার্নশিপসহ চাকরির সুবিধা প্রদান করে থাকে, যার ফলে একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী হতে পারছে। ক্রেডিট ট্রান্সফার : যুক্তরাজ্যসহ বিশ্বের সহস্র্রাধিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। মান নিয়ন্ত্রন : বিএসডিআইতে রয়েছে অভিজ্ঞ শিক্ষকম-লী। শ্রেষ্ঠ ফলাফল, পড়াশোনা ও যুক্তরাজ্যের পরীক্ষার মান নিয়ন্ত্রের জন্য রয়েছে সিটিএইচ ও বিএসডিআইএর একাডেমিক কাউন্সিলের তত্ত্বাবধান। ক্যাম্পাস : বিএসডিআইতে রয়েছে ৩টি ভিন্ন ক্যাম্পাস, আধুনিক লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াইফাই ক্যাম্পাস জোন ব্যবহারের সুবিধা। স্কলারশিপ : মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০%-১০০% পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক স্কলারশিপের সুবিধা। মুক্তিযোদ্ধা সন্তান ও মেয়েদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপের সুবিধা। ভর্তির সেশন : বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই)-এ বছরে ৩টি সেশনে (জানুয়ারি, মে ও সেপ্টেম্বর) চাকরিজীবীরা সান্ধ্যকালীন শিফটে অংশগ্রহণ করতে পারে। বর্তমানে মে-২০১৬ সেশনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাস প্রতিবেদক
×