ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাকৃবির ফিল্ম সোসাইটি ‘প্রতিচ্ছবি’

প্রকাশিত: ০৬:০৮, ১৩ মার্চ ২০১৬

বাকৃবির ফিল্ম সোসাইটি ‘প্রতিচ্ছবি’

আজ থেকে ষাট-পঁয়ষট্টি বছর আগে সিনেমা বা চলচ্চিত্র এখনকার মতো ছিল না। তখন চলচ্চিত্র ছিল নির্বাক। কোন শব্দই পাওয়া যেত না চলচ্চিত্রগুলোতে। সিনেমার পাত্র-পাত্রীরা মূকাভিনয় করে যেতেন। সিনেমার ক্যামেরায় ধরে রাখা অভিব্যক্তি দেখে দর্শকরা পুরো ঘটনাটি বুঝে নিতেন। নির্বাক যুগে চলচ্চিত্রগুলো ছিল স্বল্পদৈর্ঘ্যরে। এরূপ স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্রগুলো বর্তমানে শর্ট ফিল্ম হিসেবে পরিচিত। শর্ট ফিল্মগুলো স্বল্পদৈর্ঘ্যরে হলেও সামাজিক ও মানবিক দিকগুলো বেশ গভীরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম ছিল। বর্তমানে চলচ্চিত্র এক অন্য মাত্রায় চলে গেছে। আর তাই চলচ্চিত্র কিংবা শর্ট ফিল্মগুলোর মানবিক আবেদন এখনও বিন্দুমাত্র কমেনি বরং বেড়েছে বহুগুণ। চলচ্চিত্রের প্রতি মানুষের আবেদন ও গুরুত্ব উপলব্ধি করে শৌখিন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে পথচলা শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিল্ম সোসাইটি ‘প্রতিচ্ছবি।’ ‘সুস্থ চলচ্চিত্র ও সুন্দর জীবন হোক পারস্পরিক প্রতিচ্ছবি’ এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ফিল্ম সোসাইটি প্রতিচ্ছবি। দেশ-বিদেশের বিখ্যাত চলচ্চিত্র ও শর্ট ফিল্ম প্রদর্শনী, চলচ্চিত্র নির্মাণ ও এতে আগ্রহী শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তা করা এই ফিল্ম সোসাইটির মূল উদ্দেশ্য। এ সবের পাশাপাশি অন্তঃ ও আন্তঃ বিশ্ববিদ্যালয় শর্টফিল্ম প্রতিযোগিতার আয়োজন করা এবং বিভিন্ন সেবামূলক সংস্থার সঙ্গে যুক্ত থেকে বিশ্ববিদ্যালয়ের কোন অসুস্থ শিক্ষক-শিক্ষার্থী কিংবা শীতার্ত ও বন্যার্তদের আর্থিক প্রয়োজনের কথা বিবেচনা করে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানান সংগঠনের প্রতিষ্ঠাতারা। বর্তমানে সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহমুদুল হাসান শিকদার এবং সধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিজিওলজি বিভাগের শিক্ষার্থী মোঃ সাইদুর রহমান। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ২৭ জন। সংগঠনটি সম্পর্কে ড. মোঃ মাহমুদুল হাসান শিকদার বলেন, প্রতিচ্ছবির মাধ্যমে তরুণ চলচ্চিত্র নির্মাতারা তাদের স্বপ্ন পূরণের জন্য একটি প্লাটফরম পাবেন। চলচ্চিত্র নির্মাণে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের এমন যে কোন শিক্ষক কিংবা শিক্ষার্থী এই সংগঠনের সদস্য হতে পারবেন। প্রথম আয়োজন হিসেবে সংগঠনটি ৪ ও ৫ মার্চ দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘প্রতিচ্ছবি ১০১’ শিরোনামে দেশ-বিদেশের বিখ্যাত কিছু চলচ্চিত্র ও শর্ট ফিল্ম প্রদর্শনীর আয়োজন করে। ওই প্রদর্শনীতে ৪ মার্চ ভালবাসার গল্প নিয়ে সাজানো ‘ছুঁয়ে দিলে মন’, মনস্তাত্ত্বি¡ক জটিলতা নিয়ে নির্মিত বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘ওঘঝওউঊ ঙটঞ’ ও ভবিষ্যতের তেল ও গ্যাসোলিনহীন পৃথিবী নিয়ে নির্মিত বৈজ্ঞানিক কল্পকাহিনী ঘরানার চলচ্চিত্র ‘গঅউ গঅঢ ঋটজণ জঙঅউ’ প্রদর্শন করা হয়। এ ছাড়াও ওই দিন মার্চ ৪-নায়েক, ফাউন্ডেশন, পেপারম্যান, মনোপক্ষি, ইতি হৃদয়, বাস্কেটবল এবং আংটি ও ব্লাইন্ড ফাদার নামক ৭টি শর্ট ফিল্ম দেখানো হয়। অন্যদিকে ৫ মার্চ দাম্পত্য জীবনের বিভিন্ন দিক নিয়ে নির্মিত ‘বেলাশেষে’, জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতার গল্প নিয়ে নির্মিত ‘উজওঝঐণঅগ’ ও শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া নিয়ে নির্মিত বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক চলচ্চিত্র ‘ঝঅঘ অঘউজঊঅঝ’ প্রদর্শন করা হয়। এ ছাড়াও মার্চ ৫-ক্ষ্যাত, লাভ এক্সপ্রেস, পিছুটান, এ্যানিভার্সারি, হোয়েন আই গ্রো আপ, এ্যারেঞ্জড ম্যারেজ এবং মাই ড্যাড ইজ এ লায়ার নামের সাতটি শর্ট ফিল্ম দেখানো হয়। মোঃ নাবিল তাহমিদ রুশদ
×