ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বুফনের রেকর্ড, জয়ের ধারায় জুভেন্টাস

প্রকাশিত: ০৬:০৭, ১৩ মার্চ ২০১৬

বুফনের রেকর্ড, জয়ের ধারায় জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে এখন এককভাবেই রাজত্ব করছে জুভেন্টাস। গত চার মৌসুম ধরেই টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে রেখেছে তারা। এবারও সঠিক পথে এগুচ্ছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। শুক্রবার সাসুওলোর বিপক্ষেও ১-০ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাকেও আরও সুসংহত করল ওল্ড লেডিরা। তুলনামূলকভাবে খর্বশক্তির দল সাসুওলোর বিপক্ষে ম্যাচেই নতুন এক ইতিহাস গড়লেন জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। বর্তমান চ্যাম্পিয়নদের জার্সিতে টানা ১০ ম্যাচে কোন গোল হজম করেননি তিনি। অথচ গত জানুয়ারিতেই ৩৮ বছরে পা দিয়েছেন তিনি। তবে বয়সের কাছে নিজেকে বেঁধে রাখতে নারাজ এই অভিজ্ঞ গোলরক্ষক। শুক্রবার ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে নতুন এক ইতিহাস রচনা করে যেন তাই প্রমাণ করলেন তিনি। জুভিদের হয়ে সবচেয়ে বেশি ১০ ম্যাচে কোন গোল হজম না করার অবিস্মরণীয় কীর্তি গড়লেন জিয়ানলুইজি বুফন। সাসুওলোর বিপক্ষে ম্যাসিমিলিয়ানো এ্যালিগ্রির শিষ্যরা সিরি’এ লীগে সর্বশেষ ১-০ গোলে জেতে। এ ম্যাচে জুভিদের হয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর আরেকটি রেকর্ডের সামনে বুফন। এখন পর্যন্ত ৯২৬ মিনিট জুভিদের গোলপোস্ট সুরক্ষিত রেখেছেন বুফন। যা লীগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। তার সামনে এখন অবস্থান করছেন এসি মিলানের সাবেক তারকা গোলরক্ষক সেবাস্তিয়ান রসি। ১৯৯৪ সালে এসি মিলানের হয়ে ৯২৯ মিনিট গোলপোস্ট সুরক্ষিত রেখেছিলেন তিনি। যাকে ছাড়িয়ে যাওয়াটাও বুফনের জন্য এখন কেবলই সময়ের ব্যাপার। সে জন্য তাকে নিজেদের পরবর্তী ম্যাচে বুফনকে মাত্র তিন মিনিট গোল পোস্ট আগলে রাখলেই চলবে। সাসুওলোর বিপক্ষে জিয়ানলুইজি বুফন ছাড়িয়ে গেছেন দিনো জফকে। ম্যাচের ৬৭ মিনিটে বুফন স্পর্শ করেন দিনো জফকে। ইতালির ১৯৮২ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা তারকা ছিলেন দিনো জফ। তার রেকর্ডকে ছাড়িয়ে যাওয়া বুফনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বুফনকে যোগ্য হিসেবেও মেনে নিয়েছেন জফ। শুধু তাই নয় জফের বিশ্বাস সেবাস্তিয়ান রসিকেও ছাড়িয়ে যাবেন বুফন।
×