ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে হারানোর স্বপ্ন ওমান সহ-অধিনায়কের

প্রকাশিত: ০৬:০৬, ১৩ মার্চ ২০১৬

বাংলাদেশকে হারানোর স্বপ্ন ওমান সহ-অধিনায়কের

স্পোর্টস রিপোর্টার, ধর্মশালা থেকে ॥ পাকিস্তান আর ভারতের ক্রিকেটারই বেশি দলে। নিজ দেশের ক্রিকেটারের সংখ্যা এত কম যে দলটিকে ভিনদেশী দল বললেও ভুল হবে না। সেই ওমান দলটি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে। দলে দুই একজনই আছেন শুধু ৩০ বছরের নিচে বয়স। দলটিকে তাই বয়স্ক দল বললেও হবে। সেই দলটি যে বাংলাদেশের চেয়ে অনেক দুর্বল দল, তা সবারই জানা। অথচ দলটি আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে বলে মনে করছে বাংলাদেশকেও হারানো সম্ভব! ওমানের সহঅধিনায়ক আমির কলিম যেমন শনিবার বলে দিলেন, ‘অবশ্যই বাংলাদেশকে হারানো সম্ভব।’ কিন্তু কিভাবে? আমিরের যুক্তিও আছে। টি২০ স্বল্পওভারের খেলা। যে দল দিনটিতে ভাল খেলবে, জেতার সম্ভাবনা তাদেরই বেশি। সেই হিসেবে ওমান জিততেও পারে। কিন্তু আমিরসহ দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস এতটাই তুঙ্গে দেখা গেল, মনে হলো আর ১০টি দলের মতোই বাংলাদেশকে ভেবে নিয়েছে তারা! আমির যেমন বললেন, ‘টি২০ ক্রিকেটে নিজেদের দিনে ভাল খেললে যে কোন কিছুই হতে পারে। আমাদের বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে। ঐদিন ভাল ক্রিকেট খেললে আমাদের জেতার সম্ভাবনা আছে।’ জেতার ক্ষেত্রে আত্মবিশ্বাসীও আমির, ‘আমরা আত্মবিশ্বাসী। গত বছর আয়ারল্যান্ড-স্কটল্যান্ডে বাছাই পর্বে আমরা ভাল ক্রিকেট খেলেছিলাম। দুবাইয়ে আফগানিস্তান, হংকংয়ের মতো দলের বিপক্ষে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। হংকংকে আইসিসি একাডেমি টুর্নামেন্টে ৩-২ ব্যবধানে হারিয়েছিও। টি২০ ক্রিকেটে কিছু অনুমান করা কঠিন। নিজেদের দিনে এই ক্রিকেটে যে কেউ জিততে পারে।’ তবে বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে যে খেলতে পারছে ওমান, এ জন্য তারা রোমাঞ্চিতও। এ ম্যাচটি নিয়ে তাদের আবেগও জড়িত। কোনভাবে যদি বাংলাদেশকে হারানো যায়, তাহলেই ইতিহাস গড়ে ফেলবে ওমান। তাই আমির বললেন, ‘বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলার সুযোগ একটা বড় ব্যাপার। ওমানের জন্য এটা শেখার একটা সুযোগ। আমরা রোমাঞ্চিত।’ খেলা হলেই না রোমাঞ্চ থাকবে। জয়-হার তখন হবে। কিন্তু এরজন্য তো খেলা হতে হবে। বৃষ্টি যে খেলা হতে দেবে, তা বোঝাই যাচ্ছে না। ধর্মশালায় বৃষ্টি পড়তেই আছে। তবুও আশা থাকে। আর সেই আশাতেই আছেন আমির, ‘আশাকরি, কাল (আজ) খেলা সম্ভব হবে। মোমেন্টাম আমাদের সাথেই আছে। আমরা কঠোর পরিশ্রম করছি। পরিকল্পনা সহজ। হয়তো ২০ ওভার ম্যাচ সম্ভব হবে না। কিন্তু যতটুকুই খেলা হোক, আমরা ইতিবাচক থাকব। পূর্বাভাসে কালও (আজও) বৃষ্টির কথা বলা হয়েছে। তবে আশাকরি, খেলা সম্ভব হবে।’
×