ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চূড়ান্তপর্বে আফগানিস্তান, জিম্বাবুইয়ের বিদায়

প্রকাশিত: ০৬:০৫, ১৩ মার্চ ২০১৬

চূড়ান্তপর্বে আফগানিস্তান, জিম্বাবুইয়ের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি২০ বিশ্বকাপে প্রাথমিক রাউন্ড থেকেই বাদ পড়েছিল আফগানিস্তান। তবে এবার ঠিকই চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে দুর্দান্ত ক্রিকেট খেলে। শনিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রাথমিক রাউন্ডের ‘বি’ গ্রুপে জিম্বাবুইয়ে-আফগানিস্তান ম্যাচে বিজয়ীরাই মর্যাদার সুপার টেনে জায়গা করে নেবে এমন পরিস্থিতি ছিল। সেই ম্যাচে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুইয়েকে ৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তান। এবার নিয়ে চতুর্থবারের মতো টি২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল তারা। সুপার টেনের ‘গ্রুপ-১’ এ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে। আর এ নিয়ে টানা দ্বিতীয়বার প্রাথমিক রাউন্ড থেকেই বিদায় নিল জিম্বাবুইয়ে। গত আসরে তাদের পেছনে ফেলে সুপার টেনে উঠেছিল হল্যান্ড। গত আসর থেকেই টি২০ বিশ্বকাপে প্রাথমিক রাউন্ড পদ্ধতি চালু করে আইসিসি। এবার এশিয়া কাপে প্রথমবার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে ছিটকে গিয়েছিল এশিয়ার উঠতি ক্রিকেট শক্তি আফগানিস্তান। কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টে ২০১০ থেকেই দুর্দান্ত খেলছে আফগানরা। এবারও তাই তাদের দিকে দৃষ্টি ছিল। টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। ৪৯ রানের উদ্বোধনী জুটিতে ভাল শুরু পায় আফগানরা। তা-ব চালিয়ে ওপেনার মোহাম্মদ শাহজাদ করেন ২৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪০ রান। তাকে শিকার করেন শন উইলিয়ামস। এর পরপরই বিপর্যয় শুরু হয় মূলত জিম্বাবুইয়ের পেসার টিনাশে পানিয়াঙ্গারার দুর্দান্ত বোলিংয়ে। ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে উল্টো বিপদে পড়ে আফগানরা। তবে পঞ্চম উইকেটে সামিউল্লাহ শিনওয়ারি ও মোহাম্মদ নবি ৯৮ রানের জুটি গড়ে বড় সংগ্রহের পথ করে দেন। শিনওয়ারি ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৩ ও নবি ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫২ রান করে বিদায় নেন। ৬ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায়। পানিয়াঙ্গারা ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে শুরু থেকেই আফগান বোলারদের দাপটে উইকেট হারাতে থাকে জিম্বাবুইয়ে। বড় কোন জুটি গড়তে পারেনি তারা। উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ২৬ এবং ষষ্ঠ উইকেটে ২৫ রানের দুটি মামুলি জুটি জয়ের জন্য কোন ভূমিকাই রাখতে পারেনি। পানিয়াঙ্গারা সর্বোচ্চ ১৭ ও সিকান্দার রাজা ১৫ রান করেন। ১৯.৪ ওভারে ১২৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুইয়ে। স্কোর ॥ আফগানিস্তান ইনিংস ১৮৬/৬; ২০ ওভার (নবি ৫২, শিনওয়ারি ৪৩, শাহজাদ ৪০; পানিয়াঙ্গারা ৩/৩২)। জিম্বাবুইয়ে ইনিংস ১২৭/১০; ১৯.৪ ওভার (পানিয়াঙ্গারা ১৭*, সিকান্দার ১৫, সিবান্দা ১৩, উইলিয়ামস ১৩; রশিদ ৩/১১, হামিদ ২/১১)। ফল ॥ আফগানিস্তান ৫৯ রানে জিতে টি২০ বিশ্বকাপের মূলপর্বে। ম্যাচসেরা ॥ মোহাম্মদ নবি (আফগানিস্তান)।
×