ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বোলিং এ্যাকশন- হাজিরা দিয়েছেন আরাফাত সানি

ধর্মশালায় সবার মুখে শুধুই তাসকিন-সানি

প্রকাশিত: ০৬:০৫, ১৩ মার্চ ২০১৬

ধর্মশালায় সবার মুখে শুধুই তাসকিন-সানি

স্পোর্টস রিপোর্টার, ধর্মশালা থেকে ॥ খুব ভাল একটি পজিশনে ছিল বাংলাদেশ। দুর্দান্ত খেলছিল। ভালভাবে টি২০তেও এগিয়ে চলছিল। হঠাৎ করেই এলো ঝড়। তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং এ্যাকশন নিয়ে গত বুধবার হল্যান্ডের বিপক্ষে ম্যাচে সমস্যা দেখে ফেললেন দুই আম্পায়ার। এরপর থেকেই এ দুইজনের নামই ঘুরপাক খাচ্ছে দলে। শুধু দলে নয়, তাদের দুইজনকে নিয়ে সবার ভেতরই ভাবনা তৈরি হয়েছে। সেই ভাবনা যতটানা তাদের বোলিং নিয়ে শেষ পর্যন্ত কোন সমস্যা হবে না তা নিয়ে, তারচেয়ে বেশি ভাবনা বিশ্বকাপে এসে কেন এ দুইজনের বোলিং নিয়ে সমস্যা দেখা হল। তবে বাংলাদেশ পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের বিশ্বাস আছে, তাসকিন ও সানি দুইজনই সঠিক প্রমাণ হবেন। আজ ওমানের বিপক্ষে ম্যাচের আগে শনিবার সকালেই চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন সানি। চেন্নাইয়ে আইসিসি স্বীকৃত পরীক্ষাগারে বোলিং পরীক্ষা দেবেন। আজ ম্যাচের আগেই দলের সঙ্গে যোগও দেবেন। তবে খেলবেন না। আর তাসকিন আজ ম্যাচ খেলে সোমবার চেন্নাইয়ের পরীক্ষাগারে পরীক্ষা দিতে যাবেন। তিনিও ১৫ মার্চ দলের সঙ্গে যোগ দেবেন। যদি বাংলাদেশ ‘সুপার টেনে’ খেলা নিশ্চিত করে, তাহলে কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন। এ দুই বোলারকে নিয়ে নির্ভার হিথ স্ট্রিক। তাসকিনকে নিয়ে বলেছেন, ‘তাসকিন হতাশ হবে, এটাই স্বাভাবিক। তবে শতভাগ বিশ্বাস আছে, সে সঠিক প্রমাণই হবে। আমি ফুটেজ দেখেছি, এখন পর্যন্ত তাসকিনের বোলিং এ্যাকশনে কোন পরিবর্তন দেখা যায়নি। কোচিং স্টাফ ও অনেকেই দেখেছে, তাসকিনের বোলিং এ্যাকশন ঠিক আছে। আমি বিশ্বাস করি, তাকে সমর্থনও করি। আমি সত্যিই বিশ্বাস করি তার বোলিং এ্যাকশন ঠিক আছে। বিশ্বকাপে পরের ম্যাচগুলোতেও তাসকিন দলের সঙ্গেই থাকবে।’ তাসকিনকে নিয়ে আরও বলেন হিথ, ‘এটা আসলে সহজ একটি বিষয়। এমন পরিস্থিতিতে যদি সমস্যা অনুভব করা হয়, তাহলে সমস্যা হবে। হতাশাজনক বিষয়। তবে এ মুহূর্তে সে ঠিক আছে। চেন্নাইয়ে পরীক্ষা দেবে। এটা নিয়ম। এখানে কারোরই কিছুই করার নেই।’ সঙ্গে আরও যোগ করেন, ‘এ মুহূর্তে তাসকিনের বিষয়ে অন্য কোন মন্তব্যই করা যাবে না। তবে তাসকিন আমার তত্ত্বাবধানেই কাজ করেছে। আমি দেখেছিও সব। এ্যাকশনে এখন পর্যন্ত কোন ভিন্নতা দেখিনি।’ আরাফাত সানিকে নিয়ে হিথ স্ট্রিক বলেন, ‘আইসিসি ও বিসিবি একমত হয়েছে শনিবার পরীক্ষা দেবে সানি। ওমানের বিপক্ষে খেলার আগে যে কোন মুহূর্তে দলের সঙ্গে যোগ দেবে সানি।’ ম্যাচের চেয়েও আসলে বড় হয়ে উঠেছে তাসকিন ও সানির বিষয়টি। সবার মুখেই শুধু এ দুজনের নাম। মাশরাফিও যে তাসকিনের পাশে আছেন, তা আগেই জানিয়ে দিয়েছেন। সঙ্গে এও বলেছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাসকিন ও সানির জন্যই খেলতে নেমেছিলেন তারা। মাশরাফি বলেছেন, ‘আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলতে নেমেছিলাম তাদের দুজনের জন্যে। আমরা আমাদের থেকে যেটা করতে পারি তাদের ফুল ব্যাকআপ করছি। আমরা আগেও বলেছি আমরা দুজনের জন্যে ম্যাচ খেলতে নামছি। পুরোপুরি সাপোর্ট তাদের সঙ্গে আছে। আমার আত্মবিশ্বাস আছে তাদের প্রতি। ইনশাআল্লাহ ওরা ফিরে এসে যে সার্ভিস দিয়েছিল সে সার্ভিস সেভাবেই দিবে। আইরিশদের বিপক্ষে সানি স্কোয়াডে ছিল না। এটা এমন না যে ওকে বাইরে রাখা হয়েছে। ওকে কম্বিনেশনের জন্যে বাইরে রাখা হয়েছে। তাসকিন আরও এ্যাফোর্ট দেয়ার জন্যে রেডি ছিল।’ মাশরাফি আরও বলেন, ‘এ পরিস্থিতি একটি ক্রিকেটারের জন্যে কঠিন। আমার কাছে মনে হয় না যে ওরা বিন্দুমাত্র এটা নিয়ে প্রেসার নিচ্ছে। আমি সবসময় বলেছি, মাঠে সবসময় যে কাজটা করে এসেছে সে প্রসেসে কাজ করতে। যেটা হবার সেটা হবেই। যতক্ষণ পর্যন্ত খেলবে, সেরা খেলাটাই খেলবে।’ দলেই শুধু নয়, যেখানেই যার সঙ্গেই কথা হচ্ছে শুধু তাসকিন আর সানির সর্বশেষ অবস্থাই জানতে চাচ্ছে। দল বাছাইপর্ব উতরাবে কিনা, এ বিষয়টি যতটা ভাবনা হওয়ার কথা; তারচেয়ে বেশি ভাবনা যেন তাসকিন ও সানিকে নিয়ে হচ্ছে। তাসকিন, সানির নামই শুধু সব স্থানে ঘুরছে!
×