ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডোপ কেলেঙ্কারি

শারাপোভার শাস্তি দাবি করে নাদাল নিজেও ধরা

প্রকাশিত: ০৬:০৩, ১৩ মার্চ ২০১৬

শারাপোভার শাস্তি দাবি করে  নাদাল নিজেও ধরা

স্পোর্টস রিপোর্টার ॥ মারিয়া শারাপোভা নিষিদ্ধ ড্রাগ সেবনের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন। সেই বোমাটা শারাপোভা নিজেই ফাটিয়েছিলেন। এবার টেনিস বিশ্বে আরেক মহাতারকার বিরুদ্ধে উঠেছে একই অভিযোগ। বিশ্বের সাবেক এক নম্বর তারকা স্পেনের রাফায়েল নাদালের দিকে উঠেছে অভিযোগের আঙ্গুল। ক্লে কোর্টের রাজা নাদাল নাকি ডোপ পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েও সেটা গোপন করেছিলেন! যদিও নাদাল দাবি করেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন। অভিযোগ তুলেছেন ফ্রান্সের সাবেক স্বাস্থ্যমন্ত্রী রোজালিন ব্যাশলে। শারাপোভার ডোপপাপের আত্মস্বীকৃতিমূলক সংবাদ সম্মেলনের পরই টেনিস বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়। অনেকেই রাশিয়ান এ টেনিস সুন্দরীর পক্ষে বিপক্ষে অবস্থান নেন। নাদাল তো শাস্তিই দাবি করেন শারাপোভার। তিনি বলেন, ‘প্রতিটা খেলার নিজস্ব মূল্য আছে। কেউ যদি তার মূল্য ধরে রাখতে না পারে তবে অবশ্যই তার খেলাটির সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী শাস্তি পাওয়া উচিত। খেলোয়াড়রা ভুল করলে তার জবাবদিহি করতে হবে। সমাজের কাছে, পরিবারের কাছে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ তাদের জন্যই আমরা খেলে থাকি। আমি শুনেছি শারাপোভা নাকি ভুল করে মেলডোনিয়াম নিয়েছিল। কিন্তু আমি মনে করি ভুল সবসময়ই ভুল। সেক্ষেত্রে আমার মতে তার শাস্তি হওয়া উচিত।’ কিন্তু ভূতের মুখে রাম নাম বলে যে কথা আছে সেটা যেন সত্য হতে চলেছে নাদালের ব্যাপারে। এবার তার বিরুদ্ধেই ডোপ টেস্টে পজিটিভ হয়ে সেটা গোপন করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাবেক ফরাসী স্বাস্থ্যমন্ত্রী রোজালিন দাবি করে বলেন, ‘আপনি যখন দেখবেন একজন টেনিস খেলোয়াড় লম্বা সময় ধরে খেলছে না, কারণ সে আসলে ডোপ পরীক্ষায় ধরা পড়েছে এবং সেটা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এটা সবসময় ঘটে এমন নয়, কিন্তু আপনি যা ভাবছেন তার চেয়ে বেশি ঘটে।’ ডোপপাপের অভিযোগ নাদালের বিরুদ্ধে আগেও উঠেছিল। শারাপোভার স্বীকারোক্তির পর সেটি আবার উঠল নতুন করে। হাঁটুর চোটে দুই বছর আগে ৭ মাসের জন্য কোর্টের বাইরে ছিলেন নাদাল। রোজালিনের দাবি, ওই সময় নাদাল ডোপ পরীক্ষায় ধরা পড়ার বিষয়টা আড়াল করতেই চোটের নাটক সাজিয়েছিলেন। কিন্তু নাদালের পক্ষ নিয়ে স্পেনের ক্রীড়া কাউন্সিলের সভাপতি মিগুয়েল কারডেনাল যেমন বলছেন, ‘ব্যাশেলের দাবিটা ক্রীড়া ইতিহাসের সেরাদের একজনকে অসম্মান করার একটা চেষ্টা।’ ফুটবলার সাবিনার মনের কথা স্পোর্টস রিপোর্টার ॥ ‘চ্যাম্পিয়ন হয়ে দারুণ ভাল লাগছে। যদিও এসএ গেমসের কারণে আমরা ১০-১২ দিনের বেশি অনুশীলন করতে পারিনি। তারপরও সবার মধ্যে চেষ্টা-একাগ্রতা ছিল। আমাদের মনোবল ছিল তুঙ্গে। ঘরোয়া ফুটবলে এর আগেও দলীয় শিরোপা জিতেছি। কিন্তু ফাইনালে হ্যাটট্রিক করলাম এই প্রথম। তাই খুশির মাত্রাটা আরও বেশি। ফাইনালে আমার দল বিজেএমসি ৭-১ গোলে হারায় ময়মনসিংহকে। আমি একাই করেছি হ্যাটট্রিকসহ ৪ গোল। তিনি আরও বলেন, ‘এই আসরে গতবার আমি বিজেএমসির হয়েই খেলেছিলাম। সেবার সেমিতে এই ময়মনসিংহের কাছে হেরেছিলাম আমরা। ওদেরই হারিয়েই চ্যাম্পিয়ন হওয়াটা বিশেষ কিছু।’ সাবিনা এই আসরে মোট ২২ গোর করেন, যা ব্যক্তিগত সর্বাধিক। এক ম্যাচেই তো তিনি করেন ১২ গোল!
×