ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতকে নিয়ে শোয়েব আকতার

প্রকাশিত: ০৬:০৩, ১৩ মার্চ ২০১৬

ভারতকে নিয়ে শোয়েব আকতার

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে ‘হোয়াইটওয়াশ’, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশ থেকে এশিয়া কাপ নিয়ে ফেরা, ঘরের মাটিতে চলমান টি২০ বিশ্বকাপে হট-ফেবারিট ভারত। রোহিত শর্মা-বিরাট কোহলিকে নিয়ে দলটির ব্যাটিং বিশ্বসেরা। তবে পেস আক্রমণে, বিশেষ করে পুরনো বলে ভারতের দুর্বলতা দেখছেন এক সময়ের পাকিস্তান গতি তারকা শোয়েব আকতার। এটি কাটিয়ে উঠতে নিজের সাবেক দুই সতীর্থ ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের পরামর্শ নেয়া উচিত বলেও মনে করেন তিনি। অন্যদিকে ভারতীয় গ্রেট রাহুল দ্রাবিড়ের মতে, মহেন্দ্র সিং ধোনির দল অনায়াশে সেমিফাইনালে পৌঁছে যাবে। এবার উত্তরসূরিদের ভাল সম্ভাবনাই দেখছেন দেশটির সাবেক এই তারকা ক্রিকেটার। ‘পুরনো বল কিভাবে ব্যবহার করতে হয়, ভারতীয় পেসাররা সোটা জানেন না। ওরা রিভার্স সুইংও করতে পারে না। যদি আপনি খুবদ্রুত নতুন কিছু শিখতে ও মানিয়ে নিতে না পারেন, তাহলে অবশ্যই পিছিয়ে পড়তে হবে। এক সময় জহির খান নতুন ও পুরনোÑ দুই ধরনের বলেই ভাল করতেন। আশীষ নেহরাও এখন ফিরে এসেছে। কিন্তু এছাড়া আর কে আছে?’ বলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব। এই সমস্যা কাটিয়ে উঠতে ওয়াসিম বা ওয়াকারের মতো গ্রেটদের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও যোগ করেন, ‘ভারতের বর্তমান পেসাররা রিভার্স সুইং করতে পারেন না। বলের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়ার পর সেটি কিভাবে কাজে লাগাতে হয়, তাও জানেন না। আমার মনে হয়, এই সমস্যা কাটিয়ে উঠতে তারা আকরাম ও ওয়াকারের সঙ্গে সময় কাটাতে পারেন।’
×