ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাছ বৃষ্টি!

প্রকাশিত: ০৫:৫৪, ১৩ মার্চ ২০১৬

মাছ বৃষ্টি!

মাছ বৃষ্টি হয় নাকি? এর সোজা সাপটা উত্তর আসবে ‘না’। তবে অস্ট্রেলিয়ায় মরুশহর কুইন্সল্যান্ডে গত বৃহস্পতিবার এ আজগুবি ঘটনাটি সত্য বলে প্রমাণিত হয়েছে। সেখানে হয়েছে মাছ বৃষ্টি। কুইন্সল্যান্ডের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমের উইনটন শহর। এটি একটি খরা আক্রান্ত শহর বলে পরিচিত। বৃহস্পতিবার মুষলধারায় বৃষ্টি হয় সেখানে। সেই বৃষ্টিতে ভিজে ভিজেই মজা করছিল কয়েকটি ছেলেমেয়ে। হঠাৎ তাদের সামনে আসে দৃশ্যটি। বৃষ্টির পানির সঙ্গে মাটিতে পড়ছে বহু ছোট আকারের মাছ। আর এগুলো ধরছে শিশুরা। এই দৃশ্যটি ধারণ করে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা-সমালোচনা। দেশটির বাঘাবাঘা সব প্রাণিবিজ্ঞানী ও পরিবেশবিদদের মধ্যে শুরু হয় আলোচনা। এটা কিভাবে সম্ভব? পরিবেশবিদ ড. পিটার উনমাক বলেন, আসলে অস্ট্রেলিয়ার অনেক জায়গায় এ ধরনের মাছ দেখা যায়। তবে আমার মনে হয় এসব মাছ হয়ত আকাশ থেকে পড়েনি। কারণ ছোট মাছ একটু পানি পেলেই অনেক দূর পর্যন্ত চলে আসতে পারে। আমার মনে হয় ঘটনাটি এমনই হয়েছিল। ডেইলি মেইল ও ইউপিআই অবলম্বনে।
×