ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যার যার ধর্ম পালন করবেন, কাউকে আঘাত দেয়া যাবে না ॥ সাজেদা চৌধুরী

প্রকাশিত: ০৫:৫৪, ১৩ মার্চ ২০১৬

যার যার ধর্ম পালন করবেন, কাউকে আঘাত দেয়া যাবে না ॥ সাজেদা চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ মার্চ ॥ সংসদ উপনেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, যার যার ধর্ম সেই স্বাধীনভাবে পালন করবেন। কাউকে আঘাত দেয়া যাবে না। কেন না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশেকে আলোকিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আগামী দুই বছরের মধ্যে ফরিদপুরের সালথা ও নগরকান্দার প্রতিটি পরিবারে, প্রতিটি বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়া হবে। শনিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দুইটি গ্রামের তিন শতাধিক পরিবারের মাঝে দেয়া নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধনকালে সংসদ উপনেতা এ কথা বলেন। ওই ইউনিয়নের দেবীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়। সাজেদা চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশকে যখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনি উন্নয়নকে থামিয়ে দিতে তাঁকে সপরিবারে হত্যা করা হয়। আগামী দুই বছরের মধ্যে নগরকান্দা ও সালথা উপজেলার সকল পরিবারকে বিদ্যুত সংযোগ দেয়া হবে জানিয়ে সংসদ উপনেতা আরও বলেন, গ্রামের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাইমুদ্দিন ম-লের সভাপতিত্বে সমাবেশে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রাম শংকর রায়, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান বক্তব্য রাখেন।
×