ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনা রি-মডেলিং রেলস্টেশন নির্মাণ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি

প্রকাশিত: ০৫:৫৪, ১৩ মার্চ ২০১৬

খুলনা রি-মডেলিং রেলস্টেশন নির্মাণ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা রেলস্টেশন রি-মডেলিংয়ের জন্য লিজকৃত জমি ছেড়ে দেয়ায় নগরীর শের-ই-বাংলা বিপনি কেন্দ্রের ৩৭ ব্যবসায়ীর ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অন্য ব্যবসায়ীরা উচ্ছেদ আতঙ্কে রয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে শনিবার শের-ই-বাংলা বিপনি কেন্দ্র দোকান মালিক সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করা হয়। বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আজ রবিবার থেকে ৭দিনের কর্মসূচী পালন করা হবে বলে জানানো হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, খুলনা রেলওয়ে অফিস ঘেরাও, অবস্থান ধর্মঘট, মানববন্ধন প্রভৃতি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শের-ই-বাংলা বিপনি কেন্দ্র দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ চ.ম মজিবুর রহমান। এসময় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন বাবরসহ অন্যান্য নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, নগরীর পাওয়ার হাউজ মোড় থেকে শিববাড়ি মোড় পর্যন্ত যশোর রোডের উত্তর পাশে ১২৮ ব্যবসায়ী রেলওয়ের বাণিজ্যিক নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে জমি লীজ নিয়ে সরকারের সব ধরনের রাজস্ব দিয়ে সেমিপাকা দোকানঘরে দীর্ঘ ৪২ বছর ব্যবসা করে আসছেন। খুলনা রেলস্টেশন রি-মডেলিং করার জন্য জমি প্রয়োজন হওয়ায় ৩৭ বৈধ ব্যবসায়ী স্ব উদ্যোগে নিজ খরচে তাদের দোকানঘর ভেঙ্গে নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক ৪০০ ফুট জায়গা খালি করে দেয়। এরপর গত ২৯ ফেব্রুয়ারি উচ্ছেদ অভিযান পরিচালনাকারী এক কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আরও দোকান ভেঙ্গে ১০০ ফুট জায়গা খালি করে। নির্মাণাধীন রেলস্টেশনের দৈর্ঘের তুলনায় খালি করা ৫০০ ফুট জায়গার দৈর্ঘ অনেক বেশি। যার ফলে স্টেশন সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করা এবং স্টেশন বিল্ডিং হতে অপ্রয়োজনীয় স্থানে প্রায় ৭০০ ফুট দূরে অবস্থিত ৯১ ব্যবসায়ীকে যথাস্থানে বর্তমান অবস্থায় রেখে ব্যবসা করার সুযোগ দেয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নগরীতে বিক্ষোভ মিছিল করেন।
×