ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চবিতে ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ অবাক বিস্ময়ের অর্থনীতির দেশ

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ মার্চ ২০১৬

বাংলাদেশ অবাক বিস্ময়ের অর্থনীতির দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশকে অবাক বিস্ময়ের অর্থনীতির দেশ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মহান স্বাধীনতা অর্জনের পর এই ৪৫ বছরে শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, খাদ্য, কৃষি ও শিল্প, ব্যবসা-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, বিদ্যুত, নারীর ক্ষমতায়ন ইত্যাদিসহ সার্বিক বিবেচনায় আজকের বাংলাদেশ বিশ্বে অবাক বিস্ময়ের অর্থনীতির দেশ। এ উন্নয়ন ও অগ্রযাত্রার আলোর মশাল হলেন শিক্ষকরা। তারা আলোর মশাল ধরেন এবং ছাত্ররা এ মশাল এগিয়ে নিয়ে যায়। দেশে সৎ, দক্ষ, যোগ্য মানবসম্পদ সৃষ্টিতে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। শনিবার ‘হৃদয়ের ক্যানভাসে লোকপ্রশাসন’-এ স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের ৩৫ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি। বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হল মাঠে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। লোকপ্রশাসন বিভাগের গৌরবোজ্জ্বল ও গৌরবগাথা ঐতিহ্য তুলে ধরে উপাচার্য বলেন, এ বিভাগের প্রাক্তন ছাত্ররা আজ দেশে-বিদেশে বরেণ্য ব্যক্তিত্ব ও কৃতী পুরুষ হিসেবে নন্দিত হচ্ছে, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু দেখিয়েছেন, তা বাস্তবায়নে স্ব-স্ব অবস্থানে সকলকে দায়িত্বশীল ও দৃশ্যমান অবদান রাখার অনুরোধ জানান তিনি। লোকপ্রশাসন বিভাগের সভাপতি সিরাজ উদ দৌল্লাহ’র সভাপতিত্বে পূর্তি উৎসবে বক্তব্য রাখেন- উক্ত বিভাগের প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম, বিভাগের প্রাক্তন শিক্ষক স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ মুস্তাফিজুর রাহমান চৌধুরী, জে এম এম হোল্ডিংয়ের এমডি মাহমুদ আলী, সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অতিরিক্ত সচিব দিলদার আহমদ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও ব্যান্ড দল ওয়ারফেজ সঙ্গীত পরিবেশন করেন।
×