ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় ৭০ ভাগ দুর্নীতি কমেছে ॥ খন্দকার মোশাররফ

প্রকাশিত: ০৫:৫২, ১৩ মার্চ ২০১৬

ডিজিটাল পদ্ধতি চালু  হওয়ায় ৭০ ভাগ দুর্নীতি কমেছে ॥ খন্দকার মোশাররফ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ মার্চ ॥ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে ডিজিটাল পদ্ধতি চালু করেছে। এর ফলে দেশের বিভিন্ন ক্ষেত্রের দুর্নীতি ৭০ ভাগ কমেছে। শনিবার দুপুরে শহরের কবি জসীমউদ্দীন হলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই কারণেই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় আয় গত ৬/৭ বছরের সাড়ে চার শ’ ডলার থেকে আজ আমরা ১৪শ’ ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। খন্দকার মোশাররফ বলেন, যে ভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে আমরা ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাব। তখন আমাদের গড় মাথাপিছু আয় হবে সাড়ে চার হাজার ডলার। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ব্যাপক কর্মকা- হাতে নিয়েছি। গ্রামগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণের বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে। স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দল করতে আসলে সকলকেই একমতের হতে হবে এমনটি নয়, দলের মধ্যে মতবিরোধ থাকবে, ধাকবে ভিন্ন মত। এই ভিন্ন মতই হলো গণতন্ত্রের প্রথম পাঠ। আর গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো এক মতের সঙ্গে অন্য মতের অমিল। মন্ত্রী আসন্ন ২২ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলনে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সাহায্য ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন। তবে তিনি অসুস্থ হয়ে পড়লে তার পরিবর্তে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা। বর্ধিত সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবর, সৈয়দ মাসুদ হোসেন, মাহবুব আলী খান, সাহেব সরোয়ার, শওকত আলী, আকরাম হোসেন, কাওসার মোল্লা ও মোঃ শাহজাহার মীরদাহ। উল্লেখ্য, ২০০৫ সালের ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ বছর পর আগামী ২২ মার্চ ফরিদপুর অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
×