ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হরগঙ্গার মেধাবী ছাত্রী চম্পার চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪৭, ১৩ মার্চ ২০১৬

হরগঙ্গার মেধাবী ছাত্রী চম্পার চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের মেধাবী ছাত্রী চম্পা ফরিদের (২০) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে, অন্য ভাল্বও নষ্ট হওয়ার পথে। জরুরী ভিত্তিতে ওপেন হার্ট সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ২ লাখ টাকা। কিন্তু তার পিতা মোঃ ফরিদ আহম্মদের পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। মোঃ ফরিদ নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড প্রকল্পের খান গার্মেন্টসের কোয়ালিটি চেকার। চম্পার মা অনেক আগে মারা গেছেন। পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়। লেখাপড়ার পাশাপাশি টিউশনি করে বাবাকে সাহায্য করতেন চম্পা। অসুস্থ হওয়ার পর থেকে তার লেখাপড়া বন্ধ রয়েছে। টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, চম্পার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় পিতা মোঃ ফরিদ আহম্মদ। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯৪৬৮৮৮৫৯৫(বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-চম্পা ফরিদ, ইসলামী ব্যাংক লিঃ, কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ, হিসাব নং -২৪৪৯৯। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×