ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের লক্ষ্য মূল পর্ব, প্রতিপক্ষ আজ ওমান

প্রকাশিত: ০৫:৪৪, ১৩ মার্চ ২০১৬

বাংলাদেশের লক্ষ্য মূল পর্ব, প্রতিপক্ষ আজ ওমান

মিথুন আশরাফ, ধর্মশালা থেকে ॥ বৃষ্টি কোনভাবেই পিছু ছাড়ছে না। আকাশ কালো হয়ে শুধু ঝরছে তো ঝরছেই। ধর্মশালায় কিছুক্ষণ বৃষ্টি থামে, তো পরক্ষণেই তিন-চার ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টি পড়ছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররাতো অনুশীলনই করল না। শনিবার সকালে একটু ধর্মশালার আশেপাশে ঘুরতে যাওয়ারও কথা ছিল। বৃষ্টির জন্য তাও বাতিল হয়ে গেছে। আর ওমানের ক্রিকেটাররা যাও অনুশীলনে এলো, ইনডোরেই আটকে থাকল। এমন অবস্থায় আজ টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ-ওমান ম্যাচটি হওয়ার সম্ভাবনা ক্ষীণই। না খেলেই কি তাহলে ‘সুপার টেনে’ উঠে যাবে বাংলাদেশ? ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এ্যাসিয়েশনের মাঠে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে। ‘এ’ গ্রুপের শেষ এ ম্যাচটির আগে ‘বৃষ্টি’ দুই দলের ভাবনাতেই আছে। বৃষ্টি যে আজও খেলায় বাধা তৈরি করবে। সেই বার্তাই মিলছে। এই বৃষ্টি নিয়েই বাংলাদেশ ও ওমান দলের মধ্যে ভাবনা আছে। দুই দলই চায়, যে করেই হোক, খেলা যেন হয়। জিতেই ‘সুপার টেনে’ খেলা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ওমানও ‘হুমকি’ দিচ্ছে। তারাও বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী। খেলা না হলে যে রানরেটে ভিনদেশী ক্রিকেটার ও বয়স্ক ক্রিকেটার দিয়ে খেলানো ওমানের বিদায় ঘণ্টা বাজবে। তাই বৃষ্টি যেন না হয়, সেই প্রার্থনাই যেন করছে ওমান। যদি খেলা সত্যিই হয়, তাহলে বাংলাদেশের জন্য লজ্জা, সম্মানহানি ও বিদায় এড়ানোর ম্যাচেই পরিণত হয়ে যাবে। ম্যাচটিতে অঘটন ঘটলে, বাংলাদেশ হেরে গেলে বিদায় নেবে। হারের লজ্জাতো মিলবেই। সেই সঙ্গে ওমানের কাছে হেরে সম্মানও যাবে। বাংলাদেশ দল কি তা হতে দেবে? বাংলাদেশ এখন ওয়ানডের মতো টি২০তেও শক্তিশালী দল। পাকিস্তান, শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এশিয়া কাপ টি২০ ফাইনালে খেলেছে বাংলাদেশ। বাছাইপর্বে দুটি ম্যাচ খেলেও ফেলেছে। হল্যান্ডকে ৮ রানে হারিয়েছে। আর আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ ওভারের ঝড় দেখা গেছে। ম্যাচটি বৃষ্টিতে না হওয়ায় ১ পয়েন্ট পেয়েছে। আর ওমানের অবস্থাও একই। আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে ওমান। হল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হয়ইনি। তাই ১ পয়েন্ট মিলেছে। আজ যে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ওমান, এর আগে দুই দলের পয়েন্ট সমান ৩ করে আছে। ‘এ’ গ্রুপ থেকে স্কটল্যান্ড ও হংকংয়ের বিদায় ঘটেছে। এখন বাংলাদেশ ও ওমানের স্বপ্নই বেঁচে আছে। আজ বৃষ্টির বাধা পেরিয়ে যদি খেলা হয়, তাহলে যে দল জিতবে; তারাই ‘সুপার টেনে’ খেলবে। জয়ের সম্ভাবনা স্বাভাবিকভাবেই আছে বাংলাদেশের। যেভাবেই বিচার করা হোক, ওমানের চেয়ে অনেক শক্তিশালী দল বাংলাদেশ। ওমান হয়তো আয়ারল্যান্ডের সঙ্গে জিতেছে ঠিক। কিন্তু তাই বলে বাংলাদেশের বিপক্ষেও জয় তুলে নেবে, তা আসলে কারও ভাবনাতেই আসছে না। বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল যেভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে ঝড় তুলেছেন, সেই রকম কিছু শুরুতেই যদি করা যায়, তাহলে ওমানও এলোমেলো হতে বাধ্য। তামিমের সঙ্গে আছেন সৌম্য সরকার। হার্টহিটার ব্যাটসম্যান। এ মুহূর্তে কিছুটা ব্যাটিং সমস্যা হচ্ছে তার। কিন্তু ওমানের বিপক্ষেই যে সৌম্য ধুমধাড়াক্কা ব্যাটিং করে রানের পসরা সাজিয়ে দেবেন না, তা কে বলতে পারে। এরপর এক এক করে যে ব্যাটসম্যান আছেন, তাদের সামনে ওমান বোলাররা পড়লেইতো ভয়ে কাঁপতে থাকার কথা। সাব্বির রহমান রুম্মন, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিঠুন আছেন। প্রত্যেকেই ওমানের মতো দলের বিপক্ষে একাই জেতানোর ক্ষমতা রাখেন। বল হাতে মুস্তাফিজুর রহমানকে আজও দেখা যাবে না। তবে তাসকিন আহমেদ ঠিকই গতির ঝড় উঠাতে প্রস্তুত। সঙ্গে ভাল নৈপুণ্য দেখিয়ে তার বোলিং এ্যাকশন নিয়ে যে সমস্যা ধরা হয়েছে, সেটির জবাব দেয়ার ইচ্ছাও আছে তাসকিনের। এরপর আছেন আল আমিন। যিনি এখন যেন ফর্মের তুঙ্গে আছেন। শুরুতেই উইকেট নিতে এমন পটু যে কোন দলই তার হাত থেকে মুক্তি পাচ্ছে না। আছেন মাশরাফি বিন মর্তুজা। যার গতি এখন কম। তবে বোলিংটা যে লাইন মতো করে কম রান দিয়ে উইকেট পাওয়া যায়, সেটি বুঝিয়ে দিচ্ছেন মাশরাফি। দলের ‘প্রাণ’ এখন মাশরাফি। এরসঙ্গে স্পিনে সাকিব তো একাই যথেষ্ট। বাংলাদেশ শিবিরে যেখানে এত বড় মাপের তারকারা আছেন, সেখানে ওমান তো প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। সেই দলে তারকা বলতে কেউই নেই। ওপেনিংয়ে ২৯ বছর বয়সী জিসান মাকসুদ ও পাকিস্তান বংশোদ্ভূত ৩১ বছর বয়সী খাওয়ার আলীই যা একটু ভয় ধরাতে পারেন। এর বাইরে পাঞ্জাব বংশদ্ভূত ২৭ বছর বয়সী জাতিন্দার সিংও ভাল ব্যাটিং করেন। ৩২ বছর বয়সী পাকিস্তান বংশদ্ভূত আদনান ইলিয়াস, ২৯ বছর বয়সী মেহরান খান ও পাকিস্তান বংশোদ্ভূত ৩৫ বছর বয়সী আমির কলিমকে নিয়ে তেমন ভাবনা করার মতো কিছু নেই। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তান বংশোদ্ভূত ৩৮ বছর বয়সী আমির আলী যে ৩২ রানের ইনিংস খেলে ওমানকে জিতিয়েছেন, তাকে নিয়ে একটু হলেও ভাবতে হবে। ব্যাটসম্যানদের মধ্যে দুই ওপেনার, জাতিন্দার সিং ও আমিরই কিছু একটা করে দেখাতে পারেন। তবে বল হাতে পাকিস্তান বংশোদ্ভূত ২৮ বছর বয়সী বামহাতি পেসার বিলাল খান ও ভারতের বংশোদ্ভূত ৩০ বছর বয়সী ডানহাতি পেসার মুনিস আনসারি যা ঝলক দেখাতে পারেন।
×