ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যাদু মিয়ার স্মরণসভা

রিজার্ভের টাকা হ্যাকিংয়ে বাংলাদেশ ব্যাংকের লোক জড়িত ॥ মওদুদ

প্রকাশিত: ০৫:৪৪, ১৩ মার্চ ২০১৬

রিজার্ভের টাকা হ্যাকিংয়ে বাংলাদেশ ব্যাংকের লোক জড়িত ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ রিজার্ভের টাকা হ্যাকিংয়ের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের লোক জড়িত অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, তাদের সহযোগিতা ছাড়া টাকা সরানো সম্ভব নয়। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। যাদু মিয়া স্মৃতি কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। সভায় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ বলেন, স্থায়ী আর উপদেষ্টা কমিটি দিয়ে গুলশানের ঘর ভর্তি করলে কোন লাভ হবে না। মওদুদ বলেন, আজ দেশে কোন কঠিন রাজনৈতিক কর্মসূচী নেই, তারপরও কেন এতো অস্থিরতা। দেশে কি কোন আইন-শৃঙ্খলা নেই। থাকলে এভাবে শিশু হত্যা শুরু হয়েছে কেন? তিনি বলেন, আমাদের রিজার্ভ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে চলে গেছে। এটা কি কেউ বিশ্বাস করবে যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া টাকা সরানো সম্ভব হয়েছে। যুক্তরাজ্য কার্গো বিমান বন্ধের ঘোষণা দেয়ার সমালোচনা করে মওদুদ বলেন, এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দেশে কোন সরকার আছে বলে মনে হয় না। কিছু দিন আগে শুনেছিলাম মালয়েশিয়া ১৫ লাখ শ্রমিক নেবে এটা তো আনন্দের ছিল, কিন্তু এখন শুনলাম চুক্তি বাতিল করে দিয়েছে। সরকারের জবাবদিহিতা না থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। মওদুদ বলেন, দেশে গণতন্ত্র থাকায় রাজনৈতিক অঙ্গনে শূন্যতা বিরাজ করে। এ শূন্যতার সুযোগ নিয়ে যারা সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গীবাদে বিশ্বাস করে তাদের আবির্ভাব হওয়া অবধারিত। এটা আওয়ামী লীগ-বিএনপির বা কোন দলের বিষয় নয়, সমস্ত জাতির সমস্যা, তাই এটা ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্রবাদকে নির্মূল করার জন্য বিশেষ কর্মসূচী গ্রহণ করবে। আয়োজক কমিটির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংবাদিক সাদেক খান, ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি প্রয়াত যাদু মিয়ার নাতি জেবেল রহমান গাণি, মেয়ে রিতা রহমান প্রমুখ। বিএনপির জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেন, যারা সাহসিকতার সঙ্গে রাস্তায় নামতে পারে তাদের পদে আনার চেষ্টা করুন। কারণ দেশ এখন ক্রান্তিকাল পার করছে। উন্নয়নের নামে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। দেশের মানুষ খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সাহসের কোন অভাব নেই। তারপরও আপনারা জিয়ার সামনে মুখ খুলতে নারাজ কেন? আপনারা আপনাদের সমস্যার কথা জানান। নিশ্চয়ই তিনি সমাধানের চেষ্টা করবেন।
×