ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে এবার ৪ মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ায় তোলপাড়

প্রকাশিত: ০৫:৩৯, ১৩ মার্চ ২০১৬

হবিগঞ্জে এবার ৪ মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ায় তোলপাড়

নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ, ১২ মার্চ ॥ ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হবিগঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট ঢাকা-সিলেট হাইওয়ে সড়কটি ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র একের পর এক শিশু অপহরণ, মুক্তিপণ দাবি ও ব্যক্তিগত আক্রোশ মেটানো এমনকি হত্যার মতো রোমহর্ষক ঘটনার জন্ম দিলেও সমূলে তার শিকড় উৎপাটনে পুলিশী মাস্টার প্ল্যান না থাকায় আবারও চার কোমলমতি মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনা ঘটল। গত শুক্রবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ হওয়া এই শিশুরা হচ্ছে, জেলার সদর উপজেলাধীন আব্দা নারায়ণ গ্রামের বাসিন্দা আব্দুল আহাদের পুত্র ইমতিয়াজ (১২), চরগাঁও গ্রামের আহমদ রশিদ মনু মিয়ার পুত্র রাব্বি আহমদ (১৩), শায়েস্তাগঞ্জ পৌর শহরতলীর দরিয়াপুর গ্রামের বাসিন্দা আব্দুল আউয়ালের পুত্র সুহানুর (১১) ও নবীগঞ্জ উপজেলাধীন সুজাপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল্লার পুত্র নয়ন (১২)। হারিয়ে যাওয়া এই শিশুগুলো জেলার সদর উপজেলাধীন শায়েস্তাগঞ্জ-সুতাংবাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার ছিল ওই মাদ্রাসা বন্ধ। জুমার নামাজের পর ইমতিয়াজ, রাব্বি, সুহানুর ও নয়ন পাঞ্জাবি বানানোর কথা বলে শায়েস্তাগঞ্জের উদ্দেশে মাদ্রাসা থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও ওরা আর মাদ্রাসায় ফিরে আসেনি। ফলে শুরু হয় খোঁজাখুঁজি। তাতেও কাজ না হওয়ায় শনিবার দুপুরে জরুরী বৈঠকে মিলিত হন মাদ্রাসা কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে স্থানীয় থানায় ওই চার ছাত্র নিখোঁজের কথা উল্লেখ করে স্থানীয় থানায় একটি জিডি করেন কর্তৃপক্ষ। এরপরই পুলিশ এই শিশুগুলোর হদিস পেতে মাঠে নামে। এদিকে এই চার শিশু নিখোঁজের পর তাদের স্ব স্ব বাড়িতে নেমে এসেছে বিষাদের ছায়া। পুত্র হারানোর আশঙ্কায় বাবা-মা যেমন বার বার মূর্ছা যাচ্ছে, তেমনি আত্মীয়-স্বজনরাও শুধু খোঁজাখুঁজিতে ব্যস্ত সময় পার করছেন না, বেজায় চিন্তিতও হয়ে পড়েছেন। অপরদিকে গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে অপহরণ আতঙ্ক। তবে হবিগঞ্জের এডিশনাল এসপি মোঃ শহীদুল ইসলাম বলেছেন, দ্রুত এই শিশুদের উদ্ধার ও ঘটনার মোটিভ উদঘাটন করবে পুলিশ। ৩ জন উদ্ধারের দাবি পুলিশের ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ চার ছাত্রের মধ্যে ৩ জনকে উদ্ধার করার দাবি করেছে পুলিশ। এরা হলো, তানজীল রশিদ আহমেদ ওরফে রাব্বি আহমেদ, ইমতিয়াজ আহমেদ (১২) ও আজহারুল ইসলাম নয়ন (১২)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার বানিয়াচঙ্গ উপজেলাধীন বালিখাল গ্রাম থেকে এই ৩ শিশুকে উদ্ধার করা হয়। তবে অপর নিখোঁজ শিশু সোহানুরের হদিস পেয়েছে কিনা তা নিয়ে মুখ খুলছে না পুলিশ। হবিগঞ্জের এসপি জয়দেব কুমার ভদ্র মিডিয়াকর্মীদের জানিয়েছেন, গোপন সংবাদে তারা জানতে পারেন এই শিশুগুলো ওই গ্রামের নয়নের ফুফুর বাড়িতে আছে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তবে এ সময় নাকি নয়নের বড় ভাই ফাহিম মিয়া জানিয়েছেন, সুহানুর তার নিজ বাড়ি শায়েস্তাগঞ্জের দরিয়াপুর গ্রামে চলে গেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
×