ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্থসাউথ ভার্সিটির শহর পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ০৪:২৯, ১৩ মার্চ ২০১৬

নর্থসাউথ ভার্সিটির শহর পরিচ্ছন্নতা অভিযান

নর্থসাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ৯ দিনব্যাপী “গৌরবের দুই যুগ পূর্তি” উৎসবের শেষ দিন শুক্রবার রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউতে শহর পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালন করে। এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন অংশগ্রহণ করেন। এছাড়া এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ. কাশেম, সদস্য বেনজির আহমেদ, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, উর্ধতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং তিন সহস্রাধিক শিক্ষার্থী এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। মেয়র আনিসুল হক বলেন, নর্থসাউথের অনেক আলো ছড়ানো কাজের মধ্যে আজকের কাজটি অন্যতম। এ আলো ছড়ানো কাজ সারা ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে যদি প্রতিটি ছাত্র, প্রতিটি মানুষ একটু একটু করে যদি নিজের হাতে তুলে নেয়, তাহলে সাত দিনে সারা বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে। মেয়র বলেন, এ শহরটাকে পরিষ্কার রাখতে প্রত্যেকের নিজের মনটাকে পরিষ্কার করতে হবে এবং সে মনের আলো রাস্তায় ছড়িয়ে দিতে হবে। এ সময় তিনি রাস্তা পরিষ্কারের উদ্যোগের জন্য নর্থসাউথ ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান। মেয়র সাঈদ খোকন বলেন, সিটি কর্পোরেশনের দু’জন মেয়র আর কিছু কর্মচারী দিয়ে এ শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়, এ শহরকে পরিষ্কার রাখতে প্রত্যেক নাগরিককে এক এক জন মেয়রের ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজের ঘরটাকে যেভাবে গুছিয়ে রাখি শহরটাকেও ঠিক সেভাবে গুছিয়ে রাখতে হবে। তিনি বলেন, আমরা যদি সবাই সচেতন হই এবং সবাইকে সচেতন করতে পারি ঢাকা পরিষ্কার না হয়ে পারে না। বিকেলে গৌরবের দুই যুগ পূর্তি উৎসবের সমাপণি অনুষ্ঠানে নয় দিনের নানা কর্মকাণ্ড ভিডিও উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। নর্থসাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং অন্য সদস্যদের সম্মাননা দেয়া হয়। -বিজ্ঞপ্তি রাজশাহী ক্যাডেট কলেজের ৫০ বছর পূর্তি ও দ্বাদশ পুনর্মিলনী অনুষ্ঠান ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসোসিয়েশন (ওরকা) আয়োজিত রাজশাহী ক্যাডেট কলেজের ৫০ বছর পূর্তি ও দ্বাদশ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সিরিমনিয়াল প্যারেড শনিবার রাজশাহী ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে সেনাবাহিনীপ্রধান পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন। এর আগে প্রধান অতিথি রাজশাহী ক্যাডেট কলেজে এসে পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানান কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ হাবিব উল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিচারপতি, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক দেশবরেণ্য প্রাক্তন ক্যাডেটগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিন দিনব্যাপী ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসোসিয়েশন (ওরকা) কর্তৃক আয়োজিত সুবর্ণজয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার রাজশাহী ক্যাডেট কলেজ প্রাঙ্গণে শুরু হয়। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।-আইএসপিআর ‘মুক্তিযোদ্ধাদের আজীবন চাকরি করার সুযোগ দিতে হবে’ দেশের বীরমুক্তিযোদ্ধা কর্মচারীদের আজীবন চাকরি করার সুযোগ দিতে হবে, চাকরিজীবী মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই দাবি তোলা হয়েছে। পরিষদের আহ্বায়ক হেদায়েতুল বারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি করা হয়। ফ্রান্স, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়াসহ বহুদেশ তাদের মুক্তিযোদ্ধাদের আজীবন চাকরির সুযোগ দিয়ে সম্মানিত করেছে। তাই বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি স্বীকৃতি স্বরূপ তাদের আজীবন চাকরি করার সুযোগ দিতে হবে। শিশু মন ব্যস্ত রাজধানীবাসীর হাঁপ ছেড়ে একটু মুক্ত বাতাস নেয়ার জায়গা রমনা পার্ক। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষই আসেন এখানে। পার্কের ভেতরে শিশুদের জন্য রয়েছে খেলার নির্দিষ্ট জায়গা। এর সামনে এসে নিজেকে আর সামলাতে পারেননি। তাই নিষেধাজ্ঞা থাকার পরও এক বৃদ্ধ উঠে বসেছেন দোলনায়। ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী। তিলোত্তমা ঢাকা তিলোত্তমা ঢাকা গড়ার অংশ হিসেবে হাতিরঝিল প্রকল্প আরও সুন্দর ও নান্দনিক করার কাজ চলছে এখনও। এর অংশ হিসেবে হাতিরঝিলের পাশের ওয়াকওয়ে ও এর আশপাশে আরও কিছু দৃষ্টিনন্দন স্থাপত্যকর্ম প্রতিষ্ঠা করা হচ্ছে। রাজধানীর কর্মব্যস্ত মানুষের জন্য শহরের প্রাণকেন্দ্রের এই প্রকল্পের ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×