ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অসাম্প্রদায়িক সংস্কৃতি বাঙালী জাতিসত্তার ভিত্তিভূমি ॥ ড. হারুন

প্রকাশিত: ০৪:২৮, ১৩ মার্চ ২০১৬

অসাম্প্রদায়িক সংস্কৃতি বাঙালী জাতিসত্তার ভিত্তিভূমি ॥ ড. হারুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ বলেছেন, অসাম্প্রদায়িক সংস্কৃতিই বাঙালী জাতিসত্তার ভিত্তিভূমি। শনিবার সকাল ১০টায় ঢাকার সরকারী সঙ্গীত কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সংস্কৃতি প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিযোগীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ড. হারুন-অর-রশিদ বলেন, ‘আমাদের বাঙালীদের যেমন একটি উন্নত ভাষা রয়েছে, তেমনি শিল্প-সাহিত্য-সংস্কৃতির দিক থেকেও আমরা অত্যন্ত সমৃদ্ধ। এ অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘসময় পরিসরে বিস্তৃত এক মিথস্ক্রীয় প্রক্রিয়ায় যে সংশ্লেষণাত্মক অসাম্প্রদায়িক সংস্কৃতির বন্ধন গড়ে উঠেছে, তাই হচ্ছে অসাম্প্রদায়িক বাঙালী জাতিসত্তার ভিত্তিভূমী। জঙ্গীবাদ-সাম্প্রদায়িকতাকে রুখতে হলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িকতার আদর্শকে সুদৃঢ় করতে হবে। এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজে আন্তঃকলেজ সাহিত্য-সংস্কৃতি-ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান নিয়মিত অব্যাহত থাকবে।’ চূড়ান্ত প্রতিযোগিতার এ উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান-উর-রশীদ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সঙ্গীত কলেজের অধ্যক্ষ শামিমা পারভীন, নাট্যাভিনেতা অধ্যাপক রহমত আলীসহ বিপুল সংখ্যক শিক্ষক-কর্মকর্তা-শিল্পী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৫শে জানুয়ারি ২০১৬ থেকে দুই হাজার দুই শ’ কলেজের মধ্যে ৮টি বিষয়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়ে জেলা, বিভাগ পর্যায় শেষে আজ জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।-বিজ্ঞপ্তি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের নয়া কমিটি গঠন স্টাফ রিপোর্টার ॥ ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তমকে চেয়ারম্যান ও শাহজাহান কবির বীরপ্রতীককে মহাসচিব নির্বাচিত করে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করেছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এ্যাসোসিয়েশন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬৭৬ মুক্তিযোদ্ধাকে বিভিন্ন খেতাবে ভূষিত করেন। নবগঠিত কমিটি আগামী দুই বছর তাদের প্রতিনিধিত্ব করবে। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ৮নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন বীরবিক্রম। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সচিব মোঃ মমিন উল্লাহ পাটোয়ারী বীরপ্রতীক। বদিউল আলম বীরউত্তমের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মোঃ মাহবুব এলাহী রঞ্জু বীরপ্রতীক। বক্তব্য রাখেনÑ সৈয়দ রফিকুল ইসলাম বীরপ্রতীক, মিজানুর রহমান বীরপ্রতীক, খোরশেদ আলম বীরপ্রতীক এবং মোঃ ইদ্রিস আলী বীরপ্রতীক। আর সম্মেলন পরিচালনা করেন শাহজাহান কবির বীরপ্রতীক। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান গোলাম আজাদ বীরপ্রতীক, ভাইস চেয়ারম্যান মাহবুব এলাহী রঞ্জু বীরপ্রতীক, ভাইস চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম বীরপ্রতীক, যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বীরপ্রতীক, সাংগঠনিক সচিব আনোয়ার হোসেন বীরপ্রতীক, অর্থ সচিব একেএম রফিকুল হক বীরপ্রতীক, দফতর সচিব রফিকুল ইসলাম বীরপ্রতীক, সমাজকল্যাণ ও পুনর্বাসন সচিব মোজাম্মেল হক বীরপ্রতীক, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সচিব সৈয়দ রেজওয়ান আলী বীরপ্রতীক, কার্যকরী সদস্য এমএইচ সিদ্দিকী বীরপ্রতীক, সৈয়দ ছদরুজ্জামান বীরপ্রতীক, মহসিন আলী সরদার বীরপ্রতীক, নুরুদ্দিন আহম্মদ বীরপ্রতীক, খোরশেদ আলম বীরপ্রতীক, হাবিবুর রহমান বীরপ্রতীক, মতিউর রহমান বীরপ্রতীক ও আব্দুল মজিদ বীরপ্রতীক।
×