ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ বাড়ছে

প্রকাশিত: ০৪:১৬, ১৩ মার্চ ২০১৬

পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। ২০১০ সালে ধসের পর এই বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল প্রায় দুই লাখ বিনিয়োগকারী। সম্প্রতি বাজার পরিস্থিতি বিনিয়োগযোগ্য থাকায় তাদের অংশগ্রহণ আরও বেড়েছে। বর্তমানে সাড়ে আট লাখ বিনিয়োগকারীর পদচারণায় মুখর রয়েছে পুঁজিবাজার। ভবিষ্যতে তাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বাজার সংশ্লিষ্টরা। এক পরিসংখ্যানে দেখা যায়, গত ছয় মাসে পুঁজিবাজারে নতুন নারী বিনিয়োগকারী এসেছে পায় ৭৯ হাজার। ছয় মাস আগে নারী বিও সংখ্যা ছিল ৭ লাখ ৯১ হাজার। বর্তমানে যার সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৭০ হাজার ১৮৯টিতে। এর আগে ২০১০ সালে নারী বিনিয়োগকারীর সংখ্যা আট লাখ ছাড়িয়েছিল। পরবর্তীতে বাজারে ধস নামলে তাদের সংখ্যা কমে ছয় লাখে চলে আসে। বর্তমানে পুঁজিবাজারে মোট বিও হিসাবধারীর সংখ্যা ৩২ লাখ ৩ হাজার ৪৪২টি। যার মধ্যে ৮ লাখ ৭০ হাজার নারী বাদে ২৩ লাখ ২২ হাজার ৫৯৪টি পুরুষ বিনিয়োগকারী। এছাড়া কোম্পানির বিও রয়েছে ১০ হাজার ৫৫৯টি। জানা গেছে, বর্তমানে নতুন নতুন কোম্পানি বাজারে আসার কারণে নারী বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। কারণ বর্তমানে যে নারী বিনিয়োগকারী রয়েছেন তাদের বেশিরভাগই শুধু প্রাইমারী মার্কেট বা আইপিওর শেয়ারে বিনিয়োগ করেন। সেকেন্ডারি মার্কেটে থাকা বিনিয়োগকারীর সংখ্যা ৩ লাখের কিছু বেশি। তবে অন্য যে কোন সময়ের চেয়ে এখন সেকেন্ডারি মার্কেটে এ ধরনের বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। সুযোগ-সুবিধা বাড়লে পুঁজিবাজারে নারীর সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী বাজার সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে জানতে চাইলে জেরিন জাহান বলেন, আমি প্রথম প্রাইমারী মার্কেটে বিনিয়োগ করতাম। এখন এর পাশাপাশি সেকেন্ডারি মার্কেটেও বিনিয়োগ করছি। তিনি বলেন অন্য কোন কাজ বা চাকরি করতে গেলে আমাকে সেখানে খুব বেশি সময় দিতে হতো। সেই তুলনায় শেয়ার মার্কেট অনেক নিরাপদ। সংসারের সব কাজ সামাল দিয়ে এই ব্যবসাটা চালিয়ে নিচ্ছি। একই প্রসঙ্গে বিনিয়োগকারী উম্মে হাŸিবা বলেন, আগে কালেভদ্রে নারী বিনিয়োগকারীদের পুঁজিবাজারে দেখা যেত। কিন্তু এখন প্রতিনিয়তই নারীদের পুঁজিবাজারে দেখা যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে নারীরা এখন শেয়ারবাজারের দিকে ঝুঁকছেন। তিনি বলেন হাউসগুলোতে নারী বিনিয়োগকারীদের আলাদা লেনদেন করার ব্যবস্থা থাকলে এ ধরনের বিনিয়োগকারীর সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে বিষয়টি নিয়ে আলাপ করলে ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান বলেন, নারীরা এখন সচেতন হচ্ছে। সে কারণে তারা পুঁজিবাজারমুখী হচ্ছেন। এটি দেশের অর্থনীতির জন্য ভাল লক্ষণ। তিনি বলেন নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। ভবিষ্যতে নারী বিনিয়োগকারীদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন এ সাবেক সভাপতি।
×